• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের শিখরে – মুহাম্মদ বদিউল আলম

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২৩ , ৪:৪০:০২ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:-

    চট্টগ্রাম ১২ পটিয়া আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ বদিউল আলম বলেছেন,

    মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র গ্রাম অঞ্চলে মানুষের মাঝে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ হুলাইন গ্রামের মরহুম আলাউদ্দিন (সওঃ) এর নতুন বাড়িতে (২১ জুলাই বিকাল ৪ ঘটিকায়) উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    এতে সভাপতিত্ব করেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন। অনুষ্টান সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা সিদ্ধার্থ বড়ুয়া।
    প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন।
    বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, নুর মোহাম্মদ বাবুল মেম্বার, মোঃ ইউনুচ, আবু ছৈয়দ লালু, শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিন, জেলা যুবলীগ নেতা সালাউদ্দিন ইমরান, জয়নাল আবেদিন ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা মোঃ খোকন, শাহেদুল ইসলাম, আবদুর শুক্কুর, উৎপল বড়ুয়া, চার্চিল বড়ুয়া, বাদশা মিয়া, মোঃ হারুন, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ।

    প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ বদিউল আলম বলেছেন, বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের আট ধাপ অগ্রগতি হয়েছে। ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৮তম। আর এটি সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের উন্নত শিখরে।

    মুহাম্মদ বদিউল আলম বলেন, বর্তমানে দেশে জনসংখ্যার অর্ধেকের চেয়ে বেশি নারী। এই নারীদেরকে পশ্চাৎপদে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার প্রথম ক্ষমতায় এসে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে কাজ শুরু করে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নারী শিক্ষা বা নারীর ক্ষমতায়ন নিয়ে কোনো কাজ করেনি।

    তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ নিয়ে ভাবেন। তিঁনি কোনো বিশেষ এলাকার উন্নয়ন নিয়ে ভাবেন না। এর আগে যারা ক্ষমতায় এসেছে তারা শুধু দেশের বিশেষ বিশেষ এলাকার উন্নয়ন করেছেন। যারা দেশে আগুন সন্ত্রাস করেছে আমরা তাদেরকে বর্জন করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে টানা চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী করবো। শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ।

     

    আরও খবর

    Sponsered content