• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ফয়সলের উপরে হামলাকারীরা গ্রেপ্তার- ৪

      প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ৩:২৮:০৮ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি :

    সিলেটে এয়ারপোর্ট থানাধীন সাহেব বাজার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ফয়সলের উপরে হামলাকারীদের ৪ জনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।এয়ারপোর্ট থানার সাব ইন্সপেক্টর মো: সোলায়মান মিয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ক্যাডেট কলেজের সামনে থেকে আজ ১২.৩০ মিনিটের সময় হামলাকারী চার জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার কৃত আসামীরা হলেন, বড়বন্দ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র ছয়ফুল (৪৮) ও ফয়জুল(৫০), মৃত আব্দুর ওহাবের পুুত্র মহিবুর রহমান অরফে ময়বুল (৪৪), ও রামপুর গ্রামের মৃত সোনাফর আলীর পুত্র জামিল আহমদ জামিল (২৮)।

    এলাকাবাসীর সূত্রে জানাযায় দীর্ঘ দিন ধরে জমিজামা নিয়ে বিরোধ চলে আসছে তাদের মাঝে। আহত ফয়সাল উদ্দিনের পিত আক্রাম উদ্দিন বলেন , আমার ছোট ভাই নিজাম উদ্দনকে আসামীরা হত্যা করে ২০২২ ইং যাহার মামলা নং এয়ারপোর্টে জিআরও ৯৯/ ২০২২ এর পরে থেকেই বিভিন্ন সময়ে আসামীরা জামিনে বের হয়ে এসে আমার পরিবার কে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে বাসর সমনে গিয়ে অশ্লীন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার ক্রয়কৃত জমিতে ও বাড়ির রাস্তয় বিবাদিরা বেড়া দিয়ে দেয়। যাহার মামলা নং এয়ারপোর্টে থানা জি আরও ১১৮/২০২৩ ইং মামলা করি। কিছুদিন আগে আমার ছেলে ফয়সল উদ্দিনে উেরে হামলা চালায় আসামীরা আমার ছেলে বাদী হয়ে মামলা করে। এয়ারপোর্ট থানার মামলা নং ১৮/ ১৮-০৬-২০২৩ ইং।বিবাদীরা দাঙ্গাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়াতে এলাকায় লোক জন তাদের বিরুদ্ধে মুখ খোলতে বা স্বাক্ষী দিতে ভয়পায়, আমরা নিরীহ প্রকৃতি লোক বর্তমানে আমার পরিবার নিয়ে নিরাপতাহীনতায় ভোগতেছি।

    এ ব্যাপারে এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ, মোহাম্মদ মঈন উদ্দিন গ্রপ্তারের ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন আসামিদেরকে এয়ারপোর্ট থানার মামলা নং ১৮/ ১৮-০৬-২০২৩ ইং এর মামলা গ্রেপ্তার করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

    আরও খবর

    Sponsered content