• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ও ছাত্র শিক্ষকদের ৪ দফা দাবি

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২৩ , ১:২৪:৫১ প্রিন্ট সংস্করণ

    মোঃ জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

    মাননীয় প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের পেশাগত সমস্যার সমাধান না হওয়া এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধনপূর্বক গেজেট প্রকাশ ও ৪ দফা দাবী বাস্তবায়নে উদ্যােশ্যমূলক কালক্ষেপনের প্রতিবাদে বরগুনা সদর রোড প্রেস ক্লাবের সামনে আজ বুধবার ( ২৬ জুলাই ) ২০২৩ ইং তারিখে সকাল ১০:৩০ মিনিটে সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ও ছাত্র শিক্ষকদের নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে উপস্থিত ছিলেন বরগুনা জেলার আইডিইবি সভাপতি মোঃ নিজাম উদ্দিন, বরগুনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বদরুল আলম, বরগুনা সড়ক ও জনপদে উপ বিভাগীয় প্রকৌশলী প্রকাশ বিশ্বাস, আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলার আইডিইবি ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌ.মোঃ রুহুল আমিন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ যুগ্ম আহবায়ক প্রকৌ.আবু সিনা সরদার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রকৌশল সমিতি সভাপতি মোঃ ইসা মিয়া।

    বরগুনা জেলার আইডিইবি সভাপতি মোঃ নিজাম উদ্দিন তিনি বলেন, ১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে আইডিইবি’র ২৪ তম জাতীয় সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী দাবিপূরণের আশ্বাসের পর দীর্ঘ ৯ মাস অতিক্রান্ত হয়েছে। প্রশাসনের সকল ক্ষেত্রেই আমরা বার বার ধরনা দিয়েছি কিন্তু দাবি বাস্তবায়নের কোন অগ্রগতি হয়নি। ফলে সকল স্তরের ডিপ্লোমা প্রকৌশলীদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

    তিনি আরও বলেন, আমরা বুঝিনা, মাননীয় প্রধানমন্ত্রী বলার পরেও কোন অপশক্তি আমাদের ন্যায্য দাবি পূরণে কৃত্রিম বাধা হয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ৪ দফা দাবি বাস্তবায়ন না হলে এদেশের ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীগণ বৃহত্তর দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

    বরগুনা জেলার আইডিইবি ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌ. মোঃ রুহুল আমিন তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ইঞ্জিনিয়ার এর সংজ্ঞা নির্ধারণসহ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ( বিএনবিসি )-২০২০- এর বিতর্কিত ধারা উপধারা সংশোধিত ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা -২০০৮ এর গেজেট প্রকাশ করতে হবে।

    উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়নের উদ্দেশ্য দক্ষ ও আধুনিক জ্ঞাননির্ভর টিভিইটি গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে তীব্র শিক্ষক সংকট দূরীকরণ, শ্রেণিকক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সংকটসহ পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসির শিক্ষকদের পদোন্নতি প্রদান, পলিটেকনিক ইনস্টিটিউটের নিয়োগবিধি সংশোধন করে ক্যাডার ও নন-ক্যাডার পদসমূহ একীভূত করে বিদ্যমান নন-ক্যাডার পদসমূহ জনবলসহ ক্যাডারে আত্মীকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে।

    তিনি আরও বলেন STEP প্রকল্পের শিক্ষকদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নিয়মিতকরণ ও ৩৪ মাসের বকেয়া বেতন প্রদান, সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ছাত্র ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধি এবং ২৯টি ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের বিভিন্ন সরকারি সংস্থায় পদ সৃষ্টি সহ নিয়োগের ব্যবস্থা করতে হবে।

    বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক প্রকৌ.আবু সিনা সরদার তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীদের ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন ও পদবী নির্ধারণ করা, বিজেএমসি’র বন্ধ পাটকলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চাকরিতে বহাল রাখতে হবে।

    তিনি আরও বলেন, মেরিন ডিপ্লোমা ইন্জিনিয়ারদের যোগ্যতা অনুযায়ী সিডিসি সনদ প্রদান টিটিসির শিক্ষকদের এক বেতন স্কেলে ৩ পদ প্রথা বাতিল করে পদোন্নতির জন্য উচ্চতর ধাপে বেতন স্কেল নির্ধারণ করে অমানবিক পদোন্নতির প্রথা বাতিল করা, এসএসসি ভোকেশনাল শিক্ষকদের কমন সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি প্রদান, সহকারী প্রধান শিক্ষক ( কারিগরি ) পদ সৃষ্টি ও ব্যবহারিক ক্লাসের জন্য ল্যাব ও যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে।

    ডিপ্লোমা ইন্জিনিয়ারিং শিক্ষা প্রকৌশল সমিতি সভাপতি মোঃ ইসা মিয়া তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীের বিদ্যমান সমস্যাদি সুদীর্ঘ ১০ বছরেও সমাধান হয়নি। অধিকন্তু নতুন নতুন সমস্যা সৃষ্টি করে পলিটেকনিক ছাত্র শিক্ষক পেশাজীবীদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে।

    আরও খবর

    Sponsered content