• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি র‍্যাবের হাতে গ্রেফতার

      প্রতিনিধি ২৯ জুলাই ২০২৩ , ৫:৩২:৩৩ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২৪৯ বোতল ফেনসিডিল ও মাদক বহনের একটি কার্গো ট্রাক জব্দ করেছে র‌্যাব। এসময় মানিক হোসেন (৩৩) ও মহসিন আলী (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব-১৩ ।

    শুক্রবার (২৮ জুলাই) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    গ্রেফতারকৃত মানিক হোসেন নামের যুবক সে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী গ্রামের আকিম উদ্দিনের ছেলে ও মহসিন আলী সদর উপজেলার চরগোকুন্ডা গ্রামের আছির উদ্দিন মোল্লার ছেলে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ জুলাই) র‍্যাব-১৩, রংপুর, ব্যাটালিয়ন সদর ও গাইবান্ধা ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকায় মিজানুরের বাসার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এসময় রংপুর-ঢাকা আন্ঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে একটি কার্গো ট্রাক তল্লাশি করা হয়। এতে ২৪৯ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ওই সময় মাদক বহনের একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।

    মাহমুদ বশির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

    আরও খবর

    Sponsered content