• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    গাইবান্ধায় তীব্র গরমে হিটস্ট্রোক করে ফুটবলারের মৃত্যু

      প্রতিনিধি ১ আগস্ট ২০২৩ , ৭:২১:০৮ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধা সদর উপজেলায় তীব্র গরমে ফুটবল খেলতে গিয়ে হিটস্ট্রোক করে গোলজার রহমান (৩৭) নামে এক ফুটবলারের মৃত্যু হয়েছে।সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার গিদারী ইউপির হাজীর বাজার এলাকায় এঘটনাটি ঘটে।নিহত গোলজার রহমান নামের যুবক সে সদর উপজেলার কুপতলা ইউপির গোডাউন বাজার এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি

    ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন। এব্যাপারে কুপতলা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সরকার জানান, তীব্র গরমে ফুটবল খেলা চলাকালীন সময়ে হিটস্ট্রোক করে গোলজার রহমান নামের এক ফুটবলারের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সদর উপজেলার গিদারী ইউপির হাজীর বাজারে বিকেলে ফুটবল খেলার জন্য খেলোয়াড়দের নিয়ে মাঠে নামেন গোলজার রহমান নামের যুবক। ফুটবল

    খেলার চলাকালীন সময়ের কিছুক্ষণ পরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন। এঘটনায় সবাই তাকে ধরে মাঠের কিনারে নিয়ে চোখে মুখে পানি ছিটালে ধীরে ধীরে সে নিস্তেজ হয়ে পড়ে। পরে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

    আরও খবর

    Sponsered content