• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজনীতি

    গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

      প্রতিনিধি ৪ আগস্ট ২০২৩ , ২:৩৩:৫৭ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    সারাদেশের ন্যায় কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় আওয়ামীগের কর্মসূচিতে অবস্থানকালে মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন আরা শেফা ও সাংগঠনিক সম্পাদক রওশনারা মুক্তিকে অসম্মান ও অপমানজনক কথা বলায় প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।বৃহস্পতিবার(৩ আগষ্ট)দুপুরে গজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রতিবাদ কমসুচী পালন করা হয়। এসময় প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে অংশ নেন গাইবান্ধা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক মতলুবর রহমান।

    এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগ-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

    প্রতিবাদ কর্মসূচিতে জানান,গত ৩০ জুলাই আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র নৈরাজ্য অগ্নি সন্ত্রাস বাসে আগুন দেয়ার প্রতিবাদে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    সেই বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু ও জেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু ও তার লোকজন গাইবান্ধা মহিলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন আরা শেফা ও সাংগঠনিক সম্পাদক রওশনারা মুক্তিকে অপমান ও অসম্মানজনক কথা বলে।তারই প্রতিবাদে জেলা মহিলা আওয়ামী লীগ এর উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

    এছাড়াও চলতি বছরের ২১ ফেব্রুয়ারী শহীদ মিনারে ফুল দিতে গিয়ে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবির জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা পারুলকে অপমান করে অসম্মানজনক বাক্য ব্যবহার করে।

    প্রতিবাদ কর্মসুচীতে নারী নেত্রীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কাউকে ছাড় না হবে না। অপমান ও অসম্মানজনক ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ।

    আরও খবর

    Sponsered content