• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বরিশাল

    এফডিএ এর সহযোগিতায় চরফ্যাশনে মাছের পোনা অবমুক্তকরণ

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ১০:২০:১১ প্রিন্ট সংস্করণ

    মো: মনিরুল ইসলাম, ভোলা প্রতিনিধি:

    নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। এক সময়ে নদী- নালা, খাল-বিল, হাওর-বাঁওড় ও প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। তখন আমাদের বলা হতো মাছে-ভাতে বাঙালি। বর্তমানে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট নানা কারণে আমাদের প্রাকৃতিক জলাশয় গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় অনেক দেশীয় প্রজাতির মাছ এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এসব বিষয় মাথায় রেখে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) । নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত) এর অর্থায়নে এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর বাস্তবায়নে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। বিকাল ৩ ঘটিকায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর আয়োজনে চরফ্যাশন এর বেতুয়া খালে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্তকরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

    আরো উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, পৌর মেয়র মো: মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম ,ভিপি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার এবং পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: কামাল উদ্দিন । উক্ত অবমুক্তকরণ কর্মসূচিতে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন ।
    পরিবার উন্নয়ন সংস্থার মৎস্য কর্মকর্তা মেহেদী আজম জানান, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে চরফ্যাশন উপজেলা বেতুয়া খালে মোট ৮০ কেজি মাছের পোনা ও ১৫ কেজি কুচিয়া অবমুক্ত করা হয়।

    আরও খবর

    Sponsered content