• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ইসলামাবাদে করাত কলে ইউএনওর অভিযানঃ জরিমানা ও জব্দ

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২৩ , ১১:৫২:৫১ প্রিন্ট সংস্করণ

    মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার:

    কক্সবাজারের ঈদগাঁওতে যৌথ অভিযানে অবৈধ করাত কলকে অর্থদন্ড এবং অপর করাতকলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজারে এ অভিযান চালান অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ জাকারিয়া। কক্সবাজার উত্তর বন বিভাগের কমকর্তারা এসময় উপস্থিত ছিলেন৷ ঈদগাঁও বিট কর্মকর্তা মং ইউ মার্মা জানান, অভিযানে জাপানী মমতাজের সমিলের যন্ত্রাংশ জব্দ করা হয়৷ পরে ফিরোজ আহমদের সমিলকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইসলামাবাদ ইউনিয়নের দুটি করাত কলের একটিকে অর্থদণ্ড এবং অন্যটির যন্ত্রাংশ জব্দ করা হয়।

    এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, ঈদগাঁও বাজারের বাঁশ ঘাটা, বঙ্কিম বাজার ও ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল রাস্তার মাথাসহ বিভিন্ন স্হানে আরো ডজনাধিক অবৈধ করাত কল বসিয়েছে সংঘবদ্ধ গাছ চোর সিন্ডিকেট। এসব করাতকলে রাত দিন সংরক্ষিত বনের গাছ চেরাই করে পাচার করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content