• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    চুয়াডাঙ্গায় জানাজা শেষে ফেরার পথে পথচারীরা,অবশেষে ১ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২৩ , ৯:৪৩:৪১ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গার মুড়োতলায় সড়কে গাছ ফেলে ছিনতাইয়ের সময় গ্রামবাসী এক ছিনতাই কারীকে ধাওয়া করে গণপিটুনি দিয়েছে।
    বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মুড়োতলায় একদল ছিনতাইকারী রাস্তায় গাছ ফেলে জানাজা শেষে বাড়ি ফেরার পথে একটি ভ্যানের যাত্রীদের দাড় করায়।এসময় যাত্রীদের কাছে থাকা টাকাও মোবাইল সেট ছিনতাই করে। যাত্রীরা চিৎকার করলে আসেপাসের লোকজন ছুটে আসে। এসময় ছিনতাইকারীরা দ পালিয়ে গেলে একজনকে ধাওয়া করে ধরে ফেলো গণপিটুনি দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।পুলিশ জানায়, গণপিটুনিতে আহত সুমন(৩৫) কুষ্টিয়া সদর উপজেলার আমলা পাড়ার মৃত ফরহাদ হোসেনের ছেলে। প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে সুমনকে হাসপাতালে ভর্তি করা হলেও রাতেই পুলিশ তার নাম-ঠিকানা জানতে পারে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন বলেন, সড়কে গাছ দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে কয়েকজনের একটি দল ছিনতাইয়ের চেষ্টা চালায়। গ্রামবাসী একজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, রাতে গুরুতর আহত অবস্থায় পুলিশ একজনকে হাসপাতালে নিয়ে আসে। তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত রয়েছে।

    আরও খবর

    Sponsered content