• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    বাগেরহাট জেলার কাটাখালি হাইও পুলিশ বক্স এর সামনে থেকেই চলাচল করছে বিভিন্ন রুটে থ্রি হুইলারগুলো

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২৩ , ৫:০২:৪৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ জুয়েল খান খুলনা প্রতিনিধি:

    সবথেকে গুরুত্বপূর্ণ একটি গোল চত্বর কাটাখালি এই গোল চত্তরে বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা দ্রুতগামী গাড়ির যাতায়াত কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রুটে চলাচল করে অবৈধ থ্রি হুইলার গুলো যা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে কাটাখালি মোড় থেকে বিভিন্ন রুটে যেমন মাহিন্দ্র,ইজিবাইক তার থেকেও অধিক মোটর চালিত ভ্যান বিশেষ করে ভ্যানচালক কিংবা যারা থ্রি হুইলার চালান তাদের থাকে না কোন ড্রাইভিং লাইসেন্স থাকে না গাড়ির কোন কাগজপত্র এমনকি জানেন না কোন নিয়ম কানুন তারপরেও প্রশাসনের চোখের সামনে দিয়েই চলছে থ্রি হুইলার গুলি যেখানে হাইও পুলিশের উপরে নির্দেশ রয়েছে সম্পূর্ণভাবে হাইওয়ে রোডে চলার নিষেধ থাকলেও কিভাবে এই শত শত থ্রি হুইলার বিভিন্ন রুটে যাতায়াত করে তা নিয়ে হাই ও পুলিশের কোন মাথা ব্যথায় নেই বিশেষ করে মোটর চালিত ভ্যান এর কারনে ঘটছে বিভিন্ন রোটে বড় ধরনের দুর্ঘটনা যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যেমন ভ্যানচালক তেমনি সড়কপথে চলাচলে বিভিন্ন যানবাহন এ ব্যাপারে একজন ভ্যান চালককে জিজ্ঞেস করলে কে নিয়ে আমাদেরকে জানান আমরা তো ভ্যান চালক আমাদের আবার কিসের আইন আইন হবে শুধুমাত্র থ্রি হুইলারের উপর উনি আবার এ কথাও বলেন ইজি বাইক মাহিন্দ্র এদের কারণেই আমাদের লোক কম হয় পুলিশ তাদেরকে বন্ধ করে দিলে আমাদেরই লাভ হবে তখন তাকে জিজ্ঞেস করা হয় আপনি যেহেতু মটর লাগিয়ে ভ্যান চালান সেই ক্ষেত্রে আপনারটাও থ্রি হুইলারের আওতায় পড়ে তখন উত্তর দেন আমার গাড়ি যদি অবৈধ হত নিশ্চয়ই আমরা পুলিশ বক্স এর সামনে থেকেই বিভিন্ন জায়গা যাতায়াত করি তাহলে আমাদেরকে পুলিশ ধরত একজন পথচারীকে থ্রি হুইলারের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি আমাদেরকে এক কথায় বলেন যে পুরো কাটাখালি মোড়টাই শুধুমাত্র ভ্যান চালকদের দখলে আর একজন পথচারী জানান আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি যাহাতে থ্রি হুইলারের পাশাপাশি মোটর চালিত ভ্যান গুলো আইনের আওতায় নেনতারা এই অবৈধ থ্রি হুইলারের কারণে বেশিরভাগ সময়েই রোডগুলোতে ঘটছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা যার ফলে খালি হচ্ছে অনেক মায়ের কোল জ্ঞানী সমাজ মনে করেন যে প্রশাসন যদি একটু দৃষ্টি দেয় তাহলে রোড থেকে এ সমস্ত থ্রি হুইলার চলাচল বন্ধ করা সম্ভব বলে মনে করেন তারা।বর্তমানে প্রতিটি রুটে যে পরিমাণ মটর চালিত ভ্যান হয়েছে তাতে এরা থ্রি হুইলার থেকেও একটি ভয়ংকর যানবাহনে রূপ নিয়েছে কিছু সময় দেখা যায় একজন ভ্যানচালক যেখানে বসে তার ভ্যানটি চালানোর কথা রয়েছে তিনি সেখানে নেই তিনি বসে আছেন যাত্রী সিটে চালাচ্ছেন ভ্যান পাশের যাত্রীর সাথে করছেন গল্প একটু বেখেয়ালে করছেন এক্সিডেন্ট শুধু এখানেই শেষ নয় চারজন রাত্রি নিয়ে একটি ভ্যান কাটাখালি মোড় থেকে চুলকাঠির উদ্দেশ্যে রওনা দিল একটু দূরে গেলেই পিছন থেকে হরেন দিচ্ছে বাস অথবা একটি প্রাইভেট কার পিছনে কে হরেন দিল তার তু আক্কা না করেই চালিয়ে যাচ্ছেন ভ্যানচালক ভ্যান মানছেন না কোন নিয়ম কানুন যার কারনে অনেক সময় ঘটছে বড় ধরনের ও দুর্ঘটনা যা ইতিপূর্বে বিভিন্ন রূপে ঘটেছে থ্রি হুইলার বলতে শুধুই আমরা ইজিবাইক আর মাহিন্দ্র কে মনে করি এছাড়াও অনেক ধরনের থ্রি হুইলার রোডে চলাচল করে যার প্রতি প্রশাসনের একটু দৃষ্টি দেওয়া দরকার।

    আরও খবর

    Sponsered content