• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    চড়ুইভাতী বেতার শ্রোতা বন্ধন সোসাইটি কর্তৃক বেতার শ্রোতাদের নিয়ে নৌকা ভ্রমন অনুষ্ঠিত

      প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩ , ১০:১৭:৫৯ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    চড়ুইভাতী বেতার শ্রোতা বন্ধন সোসাইটি কর্তৃক আয়োজিত নৌকা ভ্রমন-২০২৩ খ্রি.গাবতলী-আমিন বাজার হতে গাজীপুর নুহাস পল্লী পর্যন্ত বেতার শ্রোতাদের নিয়ে নৌকা ভ্রমন অনুষ্ঠিত।

    ১১ আগস্ট-২০২৩ শুক্রবার চড়ুইভাতী বেতার শ্রোতা বন্ধন সোসাইটি কর্তৃক আয়োজিত ও বিশিষ্ট বেতার শ্রোতা ও সাবেক ইউপি সদস্য শাহাদাত মেম্বারের উদ্যোগে নৌকা ভ্রমন-২০২৩ খ্রি. গাবতলী-আমিন বাজার হতে গাজীপুর নুহাস পল্লী পর্যন্ত বেতার শ্রোতাদের নিয়ে নৌকা ভ্রমন অনুষ্ঠিত।

    উক্ত নৌ বিহার উপস্থিত ছিলেন, ২০০০ সালের নন্দিত শ্রোতা এম. সবুজ মাহমুদ, মো. সিরাজ উদ্দিন মাষ্টার, আলী আশরাফ, আক্তার হোসেন, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত শ্রোতা, কুমিল্লা থেকে আগত যিনি প্রতিটা বেতারের অনুষ্ঠানে চিঠি ও ই-মেইল পাঠিয়ে থাকেন, ইয়াসিন উল্লাহ শিশির, নারায়ণগঞ্জের সাড়া জাগানো বেতার শ্রোতা ও সংগঠক ওসমান গনিসহ আরও অনেকে।

    সকাল ১০ টায় নৌকা ভ্রমনের যাত্রা শুরু হয়। ১২.৩০ এ খাবার ও জুম্মার নামাজের বিরতি। আশুলিয়ার জুম্মার নামাজ শেষে ৪০ মিনিট বেতার শ্রোতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। বেলা ৩ টায় পুনরায় আবার বিনোদন পর্বে শুরু হয়। বিকাল ৫.৩০ মিনিট পর্যন্ত গান বাজনা চলে। ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আলী আশরাফ এই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করে আগামী সপ্তাহে আরেকটি অনুষ্ঠান করার প্রস্তাব রাখেন উনার একক খরচে। সেই সাথে জামাল দেওয়ানসহ বাদ্যযন্ত্র দলের সবাইকে ১৫ শত টাকা করে উপহার প্রদান করেন।

    নন্দিত শ্রোতা এম. সবুজ মাহমুদ গানে মুগ্ধ হয়ে জামাল দেওয়ানকে খুব কাছে টেনে নেন এবং বেতারে একটি সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। দিন শেষে নৌকা ভ্রমনের সব কিছুই ছিল ঠিকঠাক। নির্দিষ্ট সময়ে খাবার বিতরণ এবং খাবারের টেষ্টিতে অনেকে প্রশংসায় মেতে উঠেন। সামান্য বৃষ্টির কবলে পড়লে ও সবার ভিতরে আনন্দের কোন কমতি ছিল না।

    আনন্দ ভ্রমনে গান গেয়ে মাতিয়ে রাখেন বেতারের জনপ্রিয় শিল্পী মার্লি মার্লিন টুকটুকি, নিশি কাউসার, এলাকা ভিত্তিক বাউল শিল্পী জামাল দেওয়ান, ঢোল বাদক শরিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন-ইঞ্জি. আলী আশরাফ, আক্তার হোসেন, সাদেক হোসেন ও বেতার শ্রোতাবৃন্দ। নৌকা ভ্রমন কর্তৃপক্ষ জানান আগামীতে সবাইকে দাওয়াত করার প্রত্যাশা রইল এবং ৬.১ মিনিটে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content