• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    রাঙ্গামাটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু জীবনে এদেশের মাটি ও মানুষকে গভীর ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন, দীপংকর তালুকদার এমপি

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ৩:৫০:৪৯ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার রাজস্থলীঃ

    বঙ্গবন্ধু জীবনে এদেশের মাটি ও মানুষকে গভীর ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধুর বিরোধিতা কারীরাও বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। সেই বিরোধীকারীরা ৭৫ এর ১৫ই আগস্টের মতো আবারো এক কুচক্রি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রবিবার (১৩ আগষ্ট) বিকেল ৪টায় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা মৎস্যজীবি লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তপন দাশ রবির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সহ-সভাপতি মো: হাবিবুর রহমান, রফিকুল মাওলা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মো; শাওয়াল উদ্দিন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সুধীর দাস, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পঁচাত্তরের ১৫ আগস্টে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
    সভার আগে মৎস্যজীবি লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    আরও খবর

    Sponsered content