• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    আশ্রয়ণ প্রকল্পে ঘরের সত্যতা পেয়ে ব্যবস্থা গ্রহণ করলেন ভূমি কর্মকর্তা

      প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ১২:১২:৫৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি।

    পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের প্রমানিক পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে সরকারিভাবে বরাদ্দের দুই টি ঘড় বিক্রির অভিযোগ পাওয়া গেছে উপকার ভোগীদের বিরুদ্ধে। তারা স্ট্যাম্পের মাধ্যমে ৭০ হাজার হাজার টাকায় ওই ঘর বিক্রি করে অন্যত্র চলে গেছেন।

    জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড় জেলার দেবীগঞ্জে র ১নং চিলাহাটি ইউয়িনের প্রমানিক পাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পে সরকারিভাবে ভূমিহীনদের জমিসহ আধা-পাকা বাড়ি উপহার দেন প্রধানমন্ত্রী। নিয়মানুযায়ী এ আশ্রয়ণ প্রকল্পে একসঙ্গে ২২টি ঘর নির্মাণ করে বরাদ্দ দেয়া হয় ভূমিহীনদের। আর ২২টি ঘরের ২টিই উপকারভোগীরা অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন।

    আজ সোমবার দুপুর ১২.০০ ঘটিকায় দেবীগঞ্জ-উপজেলা ভূমি কর্মকর্তা গোলাম রব্বানী সরদার সরেজমিন গিয়ে দেখেন আশ্রয়ন প্রকল্পের ১১নম্বর ঘর বরাদ্দ হয়েছে মিন্টু ও তার স্ত্রী তাহেরা দম্পতি নামে। সরকারি বিভিন্ন নথিতে এ দম্পতির নাম রয়েছে। অথচ ঘরটিতে এখন বসবাস করছেন কুরবান আলী ও তার পরিবার। ১২ নম্বর ঘর টি বরাদ্দা হয়েছে শফিক ও তার পরিবার রিনার নামে ঘরটিতে এখন বসবাস করছেন জাহিদুল ইসলাম ও তার পরিবার আফরোজা আক্তার।।

    বর্তমানে ঘরটিতে বসবাসরত কুরবান ও তার পরিবার জানান, ঘরটি স্ট্যাম্পের মাধ্যমে ৭০ হাজার টাকায় তিনি মিন্টুর কাছ থেকে ক্রয় করেন। এবং জাহিদুল ইসলাম ও তার পরিবার আফরোজা আক্তার জানান, ঘরটি স্ট্যাম্পের মাধ্যমে ৭০ হাজার টাকায় তিনি শফিক/ রফিক পিতা-মকবুল ও তার পরিবার রিনা বেগমের কাছ থেকে কিনেছেন। একইভাবে ওই আশ্রয়ণ প্রকল্পের ১১. ১২ নম্বর ঘর টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন উপকারভোগীরা। একেকটি ঘর ৭০ হাজার হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এসব ঘর যাদের নামে বরাদ্দ দেয়া হয়েছিল, তারা কেউ এখন এখানে নেই এবং এখানে বসবাস করেন না। যারা টাকা দিয়ে ক্রয় করেছেন তারাই এখন বসবাস করেন বলে জানা গেছে।

    এদিকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে প্রকাশিত সংবাদের পরে
    উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার ঘটনা স্থলে গিয়ে সত্যতা খুঁজে পায়।। এবং আশ্রয়ণ প্রকল্পের বেঁচা কেনার ঘর দুটি কে তালা বন্ধ করে দেয়। ও ঘর বিক্রেতা শফিক তার স্ত্রী ও মিন্টুর তার স্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের নামে বন্দোবস্ত ঘর দুটি বাতিল ঘোষণা করেন। ভূমিহীন গৃহহীনের বাড়ি ঘর বেঁচা কেনার অপরাধে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দেবীগঞ্জ-উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার।

    আরও খবর

    Sponsered content