• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবানে জাতীয় শোক দিবসের নানা কর্মসূচি পালন

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ৩:০৮:২৭ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার :

    শোকের মাস আগস্ট, বাংঙ্গালী জাতীয় জীবনে প্রত্যেকটি বাঙ্গালীর মনে এই মাসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। আগস্ট মাসকে কেন্দ্র করে পুরো মাস জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ও সরকারি ভাবে দেশের প্রতিটি জেলায় কর্মসূচি পালন করে থাকে।

    এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন দিবসটি উপলক্ষে ব্যপক কর্মসূচি পালন করেছে।

    এরই অংশ হিসেবে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগস্ট মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত করন,দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    এদিকে দিবসটি উপলক্ষে সকালে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, জেলা পুলিশ সুপার শৈকত শাহীন, বান্দরবান পৌরসভার মেয়ের মো: শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক লক্ষিপদ দাস,যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সদস্য কাজী মো: মহিউদ্দিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন। পরে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আমাদের সবাইকে শোককে শক্তিতে পরিনত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ আমরা একটি স্বাধীন দেশ পেতাম না, পেতাম না একটি লাল সবুজের পতাকা। তিনি আরো বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট আজকের এইদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা সহ পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়েছিল।

    জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈকত শাহীন, সিভিল সার্জন মোঃ মাহবুবুর রহমান, পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি গন।

    জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সকালে পৌরসভার ১নং ওয়ার্ড, বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্যার্ত জনসাধারণের মাঝে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে একযোগে পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১২ হাজার এবং জেলার সকল উপজেলা, ইউনিয়নে মোট ৫০ হাজার বন্যার্ত জনসাধারণের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করে বান্দরবান জেলা আওয়ামীলীগ।

    আরও খবর

    Sponsered content