• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    চুয়াডাঙ্গা পুলিশের মাসিক কল্যাণ সভা,৪১ জনকে ভালো কাজে স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ৪:৩৩:০৩ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গা পুলিশের মাসিক কল্যাণ সভা,৪১ জনকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মাসিক এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),
    মোঃ রিয়াজুল ইসলামকে চুয়াডাঙ্গাকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার- ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন ও পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। তাছাড়া চাহিদার প্রেক্ষিতে থানা,ক্যাম্প , ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভাল কাজের স্বীকৃতি স্বরূপ সর্বমোট ৪১ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গা, আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

    আরও খবর

    Sponsered content