• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের বাজারদর স্থিতিশীল রাখতে অভিযান

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ১০:১৯:২৪ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ

    ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
    বুধবার (১৬ আগস্ট) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে শহরের ঐতিহ্যবাহী আনন্দ বাজারে এই অভিযান পরিচালিত হয়।
    এ সময় রশিদ না থাকায় এবং মূল্য তালিকা না টাঙানোয় ৪টি প্রতিষ্ঠানকে নগদ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজার অস্থিতিশীল হতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে তাদের সচেতন করেন।ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি রোধে নিয়মিত অভিযান চলছে।
    এরই অংশ হিসেবে ডিমের বাজার দর স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালিত হয়।এ সময় ডিম বিক্রির পর রশিদ না দেওয়ায় ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান তিতাস পোল্ট্রি ফার্মকে ১০ হাজার টাকা এবং ক্রয় রশিদ না থাকায় মোমিনুল ইসলাম ডিমের আড়তকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আলু বিক্রির মূল্য তালিকা না টাঙানোয় মেসার্স আলী এন্টারপ্রাইজ ও আয়ান এন্টারপ্রাইজকে এক হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content