• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    দেবীগঞ্জে পুর্ব শত্রুতার জেরে এক বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ৬:০৪:১৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি

    দেবীগঞ্জে নগর মাদেখা গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে গত ১২/০৮/২৩ ইং রোজ শনিবার রাত আনুমানিক ১২.৩০ মিনিটে বাদী ইউনুস আলী (৪৫) পিতা সুরুজ আলী বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।।

    ঘটনা টি ঘটেছে পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলার ১০ নং চেংঠি হাজারা ডাঙা ইউনিয়নের নগর মাদেখা গ্রামে ইউনুস আলীর( ভিকটিম) বসত বাড়িতে রাতের আঁধারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঐ একই গ্রামের পাশের বাড়ির ১।আয়নাল ইসলাম (৫০)২। জয়নাল ইসলাম (৪৫) ৩। আসাদুর ইসলাম (৪০) উভয়ের পিতা মৃতঃ ফজু মিয়া
    ৪। আমিনুর ইসলাম (২৫) পিতা জয়নাল ইসলাম ৫। আবুল কালাম আজাদ ওরফে কালু (৩০) ৬। সাইফুল ইসলাম (২৫)
    পিতা আয়নাল ইসলাম ৭। সালেমাবেগম(৪৫) স্বামীঃ আয়নাল ইসলাম ও ছকিনা বেগম( ৫০)স্বামী অজ্ঞাত উভয়ের সর্ব সাং নগর মাদেখা চেংঠি হাজারা ডাঙা দেবীগঞ্জ-পঞ্চগড়।

    ভিকটিম ইউনুস আলীর রা ৮ জন কে বিবাদী করে গত ১৩/০৮/২৩ ইং তারিখে রোজ শনিবারে দেবীগঞ্জ-থানায় একটি এজাহার দায়ের করেন ইউনুস আলী। এবিষয়ে দেবীগঞ্জ-থানা অফিসার ইনচার্জ সরকার ইকতেখারুল মোকাদ্দেম কে জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    আগুনে পুড়িয়ে যাওয়া বাড়ি ঘর ঘটনা স্থলে দেখতে যান পঞ্চগড় জেলা পরিষদ সদস্য দেবীগঞ্জ- আক্তার হোসেন ( নিউটন) ও চেংঠি হাজারা ডাঙা ইউনিয়নের ১.২.৩. নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ইউনুস আলী বাড়িতে গিয়ে আগুনে পুড়িয়ে যাওয়া বাড়ি ঘরের আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস দেন।
    এলাকাবাসী ও মহিলা ইউপি সদস্য জানায় আগুনের সূত্রপাত বিদ্যুৎতের তার হতে লাগতে পারে বলে মনে করেন তারা কিন্তু ইউনুস আলী বলেছেন সেই দিন বিদ্যুৎ লাইনে কারেন্ট ছিলনা তাহলে কি ভাবে বিদ্যুৎ তার হতে আগুন লাগবে।

    ইউনুস আলী বলেন আমি একজন গরীব অসহায় মানুষ দিন এনে দিন খাই আমি এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবী করেন এবং সরকারি ভাবে আর্থিক সহায়তা চান ইউনুস আলী।।

    আরও খবর

    Sponsered content