• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৩ , ১২:১৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    কক্সবাজার জেলা প্রতিনিধি মো : হোসেন সুমন

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ১৮ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় সদর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সংগঠনের সভাপতি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের স্টাফ রিপোর্টার ও দৈনিক গণসংযোগের মফস্বল সম্পাদক আরিফুল্লাহ নূরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি ও দৈনিক সাগর দেশের স্টাফ রিপোর্টার নুরুল আলম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কুরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফায়সাল মাহমুদ।

    এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দু শুক্কুর, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শায়েখ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রাশেদ, দপ্তর সম্পাদক মোস্তফা জামান চৌধুরী, অর্থ সম্পাদক জাফরুল ইসলাম রানা, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোঃ সায়েদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নোমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হোসেন সুমন, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফায়সাল মাহমুদ প্রমুখ।

    বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই। সভায় জাতির পিতাকে নিয়ে স্মৃতিচারণা করেন এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন।

    পরে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রাশেদ।

    উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়ে কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাব সকল জাতীয় দিবস পালন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

    আরও খবর

    Sponsered content