• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    পটিয়ায় বাড়ীর ছাদে সবজি ও ফল চাষ করলেন স্কুল শিক্ষার্থী মুশফিকা ইমরোজ কাইফা

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৩ , ৪:৫১:১৩ প্রিন্ট সংস্করণ

    সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা:-

    চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বৌলতলীস্ত দান বক্সের পাশে বিসমিল্লাহ ভবনে নুরুল হকের ৫ তলার ছাদে পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী মুশফিকা ইমরোজ কাইফার নিজ উদ্দেগে ভিবিন্ন ফল ও সবজির বাগান করেছেন।

    বর্তমান সময়ে বৃষ্টি ও বন্যায় অনাবাদি জমি পানিতে থলিয়ে গেছে চাষাবাদ কম হওয়ায় সকল সবজির দাম অনেক বেশি এ সময়ে মুশফিকার ছাদ বাগানের সবজি ও নানা জাতের ফল চাষ সত্যিই প্রসংশনীয় উদ্যোগ বলে মনে করছেন তারই ছোট মামা পটিয়া উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলমগীর আলম তিনি বাড়ীর ছাদের এ বাগান পরিদর্শন করেন এবং সেখানে চাষকৃত মাল্টা,আম,পেপে,পেয়ারা কমলা লেবু,বেগুনকাচা মরিচ,লাউসহ নানা জাতের ফল চাষ দেখে মুগ্ধ হন এবং পটিয়ার প্রতিটি বাড়ীর আঙিনায় ও ছাদ বাগানে সবজি ফল চাষ করে সাবল্যম্বী এবং দূর্যোগ মোকাবিলায় সহায়ক ভূমিকা হবে বলে আশা প্রকাশ করেন। মুশফিকা ইমরোজ কাইফা বলেন আমি শখের বসে ছাদে এ চাষ করেছি এখানে আরও নানাজাতের সবজি ও ফল চাষ করা হবে সবুজ বাড়ীর ছাদ এবং দেশ আমার ভাল লাগে আমিও সকলকে এ ধরনের কাজে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

    আরও খবর

    Sponsered content