• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    নওগাঁয় র‍্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৩ , ৪:০৫:৪৯ প্রিন্ট সংস্করণ

    প্রেস বিজ্ঞপ্তি:

    নওগাঁর পত্নিতলা উপজেলা এলাকায় ট্রাক্টরের মাধ্যমে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় প্রায় পৌনে এক কেজি হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প । শুক্রবার রাত এগারোটার দিকে পত্নীতলা উপজেলার ছাইতানতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাক্টরে তল্লাশি চালিয়ে ৭২০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাদের আটক করে। আজ শনিবার র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প । আটককৃতরা হলেন, চাপাইনবাগঞ্জ জেলার সদর থানার টোলা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪০) ও একই উপজেলার গিধনীপাড়া গ্রামের -মোঃ মোন্তাজ আলী মন্টুর ছেলে মোঃ লিটন মিয়া (৩৫)। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রাত ১১টার দিকে নওগাঁ জেলার পত্নিতলা থানাধীন ছাইতনতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাহিন্দ্র ট্রাক্টর আটক করা হয় এবং মাহিন্দ্র ট্রাক্টরটি তল্লাশী করে ট্রাক্টরের ভিতরে অভিনব কায়দায় লুকিয়া রাখা ৭২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ এলাকা হতে হেরোইন সংগ্রহ করে নওগাঁ, বগুড়ারসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছে বলে তারা র্যাবের কাছে স্বীকার করেছে।
    শনিবার আটককৃতদের পত্নীতলা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ত্রন আইন-২০১৮ অনুযায়ী থানায় একটি মামলা দায়ের করেছে র‍্যাব।

    আরও খবর

    Sponsered content