• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বিজ্ঞান

    বিশ্বনাথে ‘পুকুর ও জলাশয়ে’ মাছের পোনা অবমুক্ত করলেন এমপি মোকাব্বির

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৩ , ৪:১৬:০৭ প্রিন্ট সংস্করণ

    বিশ্বনাথ প্রতিনিধি :

    সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩টি প্রাতিষ্ঠানিক পুকুর ও কাপনা মাকুন্দা জলমহালে বিভিন্ন প্রজাতির ৪৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের আওতায় ১ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে এ পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

    উদ্বোধনকালে এমপি মোকাব্বির খান বলেন, মাছ মানুষের আমিষের চাহিদা পূরণ করে। মাছ চাষে এগিয়ে আসলে মানুষের বেকারত্বও হ্রাস পায়। তাই নিজেদের প্রয়োজনেই বাড়ির পুকুরে মাছ চাষের পাশাপাশি অন্যান্য জলাশয়ে মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।

    অনুষ্ঠানে এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার দে, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম, আহমদ আলী ইরন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, এমপির এপিএস অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সংগঠক ফুলকাছ আলী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content