• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    লামা তথ্য অফিসের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৩ , ৬:২০:৪৯ প্রিন্ট সংস্করণ

    ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লামা তথ্য অফিসের আয়োজনে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৪আগষ্ট) বৃহস্পতিবার বিকেল ৩টায় লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। শোক আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, লামা তথ্য অফিসার খন্দকার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে শোক ও আলোচনা সভায় বক্তব্য দেন এএসপি মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাস, পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ, বিদ্যালয় শিক্ষক/শিক্ষিকা/শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতৃবৃন্দ, সরকারি/বেসরকারি কর্মকর্তা-কর্মচারীগণ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

    শোক দিবসের আলোচনায় অতিথিরা বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারাটি জীবন ছিলো ত্যাগ, সংগ্রাম ও একটি ক্ষুদা-দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। ৭৫’র ১৫ আগষ্ট স্বাধীনতা বিরোধী চক্র বর্বরোচিত হামলার মাধ্যমে জাতির জনক কে স্ব পরিবারে হত্যা করে। বাঙ্গালীর ভাগ্যগুণে সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে থাকায় আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। বাংলাদেশ ও দেশের মানুষকে আত্মনির্ভরশীল মর্যাদার জায়গায় পৌঁছে দিতে আজ জাতিরজনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের জন্য কাজ করেন।

    অতিথিরা বলেন, বাঙালির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, আর এটি এনে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির দুর্ভাগ্য স্বল্প সময়ে তাকে হারাতে হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা যারা এখনও ধরাছোঁয়ার বাইরে আছে, তাদের রায় দ্রুত কার্যকর করার ব্যবস্থা নিতে হবে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন ও দুখী মানুষের মুখে হাসি ফোটাতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে সংশ্লিষ্টদের কাজ করতে হবে। তাহলেই কেবল বঙ্গবন্ধুর প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা হবে বলে জানান।

    অতিথিরা আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়ন ঘটাতে হবে। দেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করতে পরাজিত শক্তি এখনো তৎপর আছে। সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে অদম্য বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    আলোচনা সভা লামা তথ্য অফিসার খন্দকার তৌহিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যার উদ্দেশ্য ব্যক্তি মুজিবকে হত্যা নয়, বরং তাঁর আদর্শকে হত্যা করাই ছিলো খুনীদের মূল উদ্দেশ্য। কিন্তু খুনীদের সে উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধু বেঁচে আছেন হাজারো বাঙ্গালির হৃদয়ে। তিনি এ আদর্শকে ধারণ করে সত্যিকার সোনার বাংলা গঠনে সকলকে কাজ করার আহবান জানান।

    আরও খবর

    খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    কোম্পানীগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ 

    উখিয়া লুলু আল মারজান হত্যার পিতা পুত্র লোহাগড়া থেকে গ্রেফতার করেছেন উখিয়া থানা পুলিশ

    চকরিয়ায় পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির নিন্দা : অবিলম্বে প্রত্যাহারের দাবি

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে পটিয়ায় যুবনেতা বদিউল আলমের উঠান বৈঠক ও বস্ত্র বিতরণ

    পার্বত্য জেলা পরিষদ স্বচ্ছভাবে নিয়োগ পরীক্ষা নিতে ব্যর্থ হলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রশ্নপত্র ও নিয়োগ পরীক্ষা গ্রহণে পরামর্শ

    Sponsered content