• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি ( MTPS) এর সেলাই প্রশিক্ষণ কর্মসূচি-২০২৩ এর সমাপনি ক্লাস সম্পন্ন

      প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৩ , ২:৫৩:৫৩ প্রিন্ট সংস্করণ

    মিন্টু কান্তি নাথ, বিশেষ প্রতিনিধি

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দরিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দুস্থ ও বেকার নারীদের দ্বারপ্রান্তে প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি কর্মসূচির লক্ষে রাঙ্গুনিয়া পদুয়ায় সোসাইটির কার্যালয়ে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পিপলস টেকনিক্যাল একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি -২০২৩ ২য় ব্যাচের সমাপনি ক্লাস বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    শনিবার (২৬ আগস্ট) বিকালে রাঙ্গুনিয়া মানবাধিকার কার্যালয়ে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব লায়ন মো. ইদ্রিছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান শামিমাহ আকতার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি রাঙ্গুনিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল,পদুয়া ইউনিয়ন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির সভাপতি মো. লোকমান, প্রবাসী মো. নুরুল আজিম, মো. জকরিয়া, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা বেগম,মহিলা মানবাধিকার নেত্রী রানু আকতার,সংখ্যালঘু বিষয়ক সম্পাদিকা সুলেখা দাশ ও সেলাই প্রশিক্ষিকা নুর বেগম প্রমুখ।
    অতিথিদের বক্তব্য প্রদানকালে তারা বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। তিনি নারীদের সম্মানকে এক উচ্চ মর্যাদায় নিয়ে নারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছেন। তাই ফ্রি সেলাই প্রশিক্ষণসহ নানান কাজে নারীদের আরো সম্পৃক্ত হয়ে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠার আহ্বান জানান। বক্তারা আরো বলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি দীর্ঘদিন যাবৎ সেলাই প্রশিক্ষণ ও বিভিন্ন মানবসেবার মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।
    এসময় সেলাই প্রশিক্ষণে অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং উপস্থিত অতিথিদের সেলাই ট্রেনিংএ শেখা আইটেমগুলো প্রদর্শনী করেন।

    আরও খবর

    Sponsered content