• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    আগামী ২৮ শে অক্টোবর চালু হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের টানেল

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ৩:১৭:০৮ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা

    বাংলাদেশের স্বপ্নের ৪১ তম প্রকল্পের বিশ্বের নাম করণ। কর্ণফুলীর নদীর সমুদ্রের বুক ছিরে। নির্মাণ কৃত স্বপ্নের টালেন। দুই টিউবের সডুঙ্গ যার অবদান দেশ রত্ম বঙ্গ কন্যা শেখ হাসিনার। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের টানেল প্রকল্পটি শুভ উদ্বোধন করবেন। আগামী ২৮ অক্টোবর মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে উদ্বোধন করবেন। সাথে উপস্থিত থাকবে সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। চীন মন্ত্রণালয়ের সচিব সহ আরো অনেকে। বাংলাদেশের জন গনের এক পলক দেখতে আক্ষেপ নিয়ে আছে। কেমন দেখতে হবে টালেন টি। সমুদ্রের তলদেশর মাটির নিছে কেমন দেখতে হবে যাতায়াত সড়ক। সবার মনে একটি প্রশ্ন( ?) সে প্রশ্ন বাস্তবে ফিরে রুপ নিচ্ছে দেখতে টালেনটি। অপেক্ষায় আছে জন সাধারণ।কেউ কেউ প্রশ্ন তুলে ভাড়া বেশি,আবার কেউ বা প্রশ্ন করে গেলে ভয় লাগবে না’তো। দীর্ঘ ৩.৫ কি:মি এ সুঙ্গটি দিয়ে এশিয়ার। সকল যানবাহন চালাল মাধ্যম। চলতে পারবেনা তিন চাকা গাড়ি, যেমন সি এন জি, অটো রিকশা, মোটর সাইকেল। টোল নির্ধারন করা হয়েছে ঃ জিপ/কার:-২০০ টাকা। পিকআপ:-২০০ টাকা।
    মাইক্রোবাস:-২৫০ টাকা। ছোটবার ৩১ আসনের কম :-৩০০ টাকা। মিডিয়াম বাস ৩২ আসনের বেশি :- ৪০০ টাকা। লার্জ বাস ৩ এক্সেলের বাস ৫০০ টাকা। ছোট ট্রাক :-৪০০ টাকা (১-৫ মেট্রিক টন) মিডিয়াম ট্রাক (৫-৮ )মেট্রিক টন :-৫০০ টাকা।
    মিডিয়াম ট্রাক(৮-১১ )মেট্রিক :- ৬০০ টাকা। তিন এক্সেলের :- ৮০০ টাকা।করে নির্ধারন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content