• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার দুপচাঁচিয়ায় স্বামী স্ত্রীসহ মাদক বিক্রেতা ও জুয়াড়ি সহ নয়জন গ্রেফতার

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ১:৪৬:২১ প্রিন্ট সংস্করণ

    মোঃ কাউসার মিয়া দিপু(বগুড়া) জেলা প্রতিনিধি :

    গত শনিবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিচ ইয়াবা সহ স্বামী স্ত্রী ও মাদক বিক্রেতা এবং জুয়াড়ি সহ নয়জনকে গ্রেফতার করেছে।
    থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে জানতে পারে যে উপজেলা সদরের জয়পুরপাড়ার মৃত আব্দুল খানের ছেলে মান্নান খান মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রি করছে। পুলিশ রাত আনুমানিক ৯টায় ওই বাড়িতে অভিযান চালান। পুলিশ মান্নান খান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ওরফে মুক্তাকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি পলেথিনের মধ্যে সাদা রং এর জিপার প্যাকেটে ১০০ পিচ করে সংরক্ষিত ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। একই রাতে তালোড়া সাবলা পশ্চিমপাড়ায় মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে রেখে বিক্রয়কালে পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা তালোড়া সাবলা পশ্চিমপাড়ার মৃত ওয়াহেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক রুবেল (৪৮), সরঞ্জাবাড়ি মৃত রফিকুল ইসলামের ছেলে সাদাকুজ্জামান ওরফে শান্ত (৪৮)। তাদের কাছ থেকে পলেথিনে মোড়ানো ১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করেছে। ওই রাতেই তাদের বিরুদ্ধে থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। এছাড়াও পৃথক একটি মাদক মামলায় সরদারপাড়ার মৃত মনছুর শেখের ছেলে আনারুল ইসলাম ওরফে আনার (৪০) কে গ্রেফতার করে। অপর দিকে পুলিশ উপজেলার জিয়ানগর ইউনিয়নের খিদিরপাড়ায় তাস দিয়ে জুয়া খেলার সময় জুয়াড়ি খিদিরপাড়ার মৃত তাহের আলীর ছেলে গোলাম ফেরদৌস (৬০), বড়িয়া পশ্চিমপাড়ার মৃত আফতাব শেখের ছেলে আব্দুর রাজ্জাক (৫০), সোনারপাড়ার মৃত আব্দুল হোসেনের ছেলে মোকলেছার রহমান (৬২) ও বড়িয়া মন্ডলপাড়ার মৃত নজাবত আলীর ছেলে তোজাম্মেল হোসেনকে (৫৫) আটক করে। এ সময় আরো দুই তিন জন দৌড়ে পালিয়েও যায়। পুলিশ জুয়ার আসর থেকে নগদ ২ হাজার ৫৬০ টাকা, জুয়া খেলার দুই সেট তাস, একটি পাটি ও তাদের হেফাজতে থাকা টর্চ লাইট জব্দ করেছে। এ সংক্রান্তে ওই রাতেই এসআই সজিব মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা করেছে। পুলিশ গ্রেফতারকৃত আসামিদেরকে গতকাল রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

    আরও খবর

    Sponsered content