• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়ায় সন্ধি কাছিম উদ্ধার গ্রেপ্তার ৩

      প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৩ , ১১:০৯:১৫ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

    বগুড়ায় র‍্যাবের অভিযানে তিন ব্যক্তিকে আটকসহ বিপন্ন প্রজাতির ৯ টি সন্ধি কাছিম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে শাজাহানপুরের জোব্বার হোটেলের সামনে থেকে এসব বিক্রয় নিষিদ্ধ কাছিম উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার ডুহডুগি বড়গাছা এলাকার শ্রী শুকারু চন্দ্র রায়ের ছেলে শ্রী সুবাস চন্দ্র রায় (৩৫), পাথারু রায়ের ছেলে মানিক রায় (২০) ও ফলিরাম রায়ের ছেলে প্রদীপ রায়। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।
    কোম্পানি কমান্ডার আরো জানান ‘আটককৃত ৩ জন অবৈধভাবে কাছিম পাচার ও কেনাবেচার সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়। উদ্ধার হওয়া সন্ধি প্রজাতির কাছিম তাঁরা ফেনী থেকে সংগ্রহ করে বগুড়া হয়ে নীলফামারীর উদ্দেশ্যে রওনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তিনি সাংবাদিকদের জানান ‘বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) ২০১২ আইন অনুযায়ী কাছিম ধরা, শিকার করা, পাচার করা, ক্রয়–বিক্রয় ও খাওয়া দণ্ডনীয় অপরাধ। বগুড়ায় উদ্ধার হওয়া কাছিম বিপন্ন সন্ধি প্রজাতির। একসময় এটি দেশের জলাশয়গুলোতে প্রচুর দেখা গেলেও বর্তমানে বিলুপ্তির পথে। ক্রমাগত শিকারের কারণে এটি প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে। র‍্যব-১২ কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন জানান আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ১২ অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content