• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    টঙ্গীতে জমি দখল করে রাস্তা নির্মাণ ও লুটপাতের অভিযোগ

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৩ , ১১:৪৯:২০ প্রিন্ট সংস্করণ

    আবু হাসান, টঙ্গী

    গাজীপুরের টঙ্গীতে জমি দখল করে এক্সকাভেটর (ভেকু) মিশিন দিয়ে জমির উপর মাটি ভরাত করে রাস্তা নিমার্ণ ও নির্মাণ সমগ্রী লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগটি উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে। গত বুধবার দিবাগত গভীর রাতে গাজীপুরা শালিকচুড়া এলাকায় এ ঘটনা ঘটে। কাউন্সিলর ও স্থানীয় প্রভাবশালীরা ওই জমি দখলের নেতৃত্বে রয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেছে।
    গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে টঙ্গী পুর্ব থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এতে ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সির কাজী আবু বকর সিদ্দিক, অহিদ উল্লা, ওমর ফারুক ও আল আমিনের বিরুদ্ধে জমি দখল করে রাস্তা নির্মাণ, নিমাণ সামগ্রী লুট ও জীননাশের হুমকির অভিযোগ করেছেন। গাজীপুর শালিকচুড়া নুর নবী চৌধুরী, নুর আলম চৌধুরী, গোলাম সরওয়ার ও মোহাম্মদ নুরুল হুদ এরা চার ভাই মিলে ২০০২ সাথে ৫ বিগা জমি ক্রয় করে। গত ২৫ আগস্ট উক্ত জমিতে স্থাপনা নির্মাণের জন্য ইট, বালু, সিমেন্ট ও রডসহ প্রায় ১কোটি টাকার মালামাল ক্রয় করে জমিতে রাখা হয়। গত ৩০ আগস্ট জমির উপর রাখা নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায় বিবাদীরা। তাছাড়া উক্ত জমির ২১০ ফিট সিমানা প্রাচীর ভেঙ্গে জমির উপর দিয়ে অবৈধভাবে রাস্তা নির্মাণ করছে তারা।
    জমির মালিক নুর নবী চৌধুরী জানান, আমরা প্রবাসী এবং রেমিটেন্স যোদ্ধা। আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে জমিটি ক্রয় করা হয়। আমাদের সাথে আলাপ আলোচনা না করে জোরপুর্বক দেয়াল ভেঙ্গে জমির উপর মাটি ফেরে রাস্তা নির্মাণ করছে এবং নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে গেছে। এব্যবারে জানতে চাইলে তারা আমাদেরকে প্রাণ নাশের হুমকি প্রদান করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়।
    ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক বলেন, তাদের জমি দখল করে রাস্তা করা হচ্ছেনা। রাস্তা করতে গিয়ে কিছু কিছু জায়াগায় দেয়াল ধষে পড়েছে। এগুলো মেরামত করে দেওয়া হবে। আর যদি রাস্তা করার জন্য তাদের জমি যেয়ে থাকে তাহলে ওই পরিমান জমির মুল্য পরিশোধ করা হবে।
    টঙ্গী পুর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ওই জমিতে কোর্ট ওয়ান ফরটি ফোর জারি করেছে। তবে তারা যে অভিযোগটি করেছে। তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content