• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ায় সিএনজি সমিতির সভায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক  মুহাম্মদ বদিউল আলম-বঙ্গবন্ধু ছিলেন শ্রমজীবী মানুষের নেতা 

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৩ , ৬:৫৭:৩১ প্রিন্ট সংস্করণ

    পটিয়া সংবাদ দাতা:-

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়া অটো-টেম্পু, টেক্সী, সিএনজি, মাহিন্দ্র পরিবহন শ্রমিক পরিবহন সমবায় সমিতির উদ্যোগে ৩০শে আগস্ট সন্ধ্যায় পটিয়া বাসস্ট্যান্ড সমিতির কার্যালয়ে আলোচনা সভা ও তবারুক বিতরণ করা হয়েছে।পটিয়া অটো-টেম্পু, টেক্সী, সিএনজি, মাহিন্দ্র পরিবহন শ্রমিক পরিবহন সমবায় সমিতির সভাপতি জামশেদুল হকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক খোরশেদ আলম এর পরিচালনায়  আলোচনা সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সস্পাদক ও  চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম।

    প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন।

    বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক রিটন বড়ুয়া, জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, শ্রমিক নেতা জসিম উদ্দিন, মোঃ আক্তার, মোঃ ইউসুফ, মোঃ ওবাইদুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা বাদশা মিয়া, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ।

    প্রধান অতিথি’র বক্তব্যে মুহাম্মদ বদিউল আলম বঙ্গবন্ধু ও তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। আরো বলেন, ঘাতকেরা ১৯৭৫ সালের ১৫ আগস্টে নির্মমভাবে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেই তারা ক্ষ্যান্ত হয় নাই ষড়যন্ত্রকারীরা এখনও সেই একই কায়দায় দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়৷ এ দেশের জনগন জানে কারা হত্যা ও ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে। তাই দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই৷ তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান। পরিশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

    আরও খবর

    Sponsered content