• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজধানী

    মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ১১:১৮:৩০ প্রিন্ট সংস্করণ

    মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

    ফরিদপুরের বোয়ালমারীতে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. তৈয়ব আলী খান জয় (৪৪) নামে এক কলেজ শিক্ষকের নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সমাজ কল্যাণ বিষয়ের শিক্ষক ও আলফাডাঙ্গার শিয়ালদী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে কলেজ শিক্ষক মো. তৈয়ব আলী খান জয়। বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে কলেজের উদ্দেশ্য বাড়ি থেকে রওনা হয়। তিনি মাইজকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর-বনচাকী মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাছ বোঝাইকৃত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন। মারাত্মক আহত অবস্থায় তাকে ঢাকা সিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইটি শিশু সন্তান রেখে গেছেন। এছাড়া ওই ঘটনায় মাছ বোঝাইকৃত মোটরসাইকেলের অজ্ঞাত চালকও মারাত্মক আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের চাচাতো ভাই এরশাদ সাগর বলেন, মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে তৈয়ব আলীর অবস্থার ধীরে ধীরে অবনতি ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিটে মৃত্যুবরণ করেন।

     

     

    আরও খবর

    Sponsered content