• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    ইবিতে আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নবীন বরণ

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৪৩:২০ প্রিন্ট সংস্করণ

    ইবি প্রতিনিধি:

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে বিভাগের সেমিনার কক্ষে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।

    এসময় বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. নাজিমুদ্দিন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেন।

    অনুষ্ঠানে আইন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকরা আনুষ্ঠানিকভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। নবীনদের হাতে ফুল দিয়ে বিভাগে স্বাগত জানান বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। এসময় নবীনরা তাদের বক্তব্যে আইন অনুষদভূক্ত বিভাগটিতে ভর্তি হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

    অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীন বলেন, তোমরা আজ থেকে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ নামক নতুন একটি পরিবারের অংশ। এই বিভাগ হলো একটি বহুমাত্রিক বিভাগ। যেখানে প্রচলিত আইনের সাথে শরিয়াহ আইন পড়ানো হয়। বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশের ও বিশ্বের অসংখ্য জায়গায় ভালো অবস্থানে রয়েছে। সেখানে তারা প্রতিনিধিত্ব করছে। প্রত্যাশা করি এই অনুপ্রেরণা কে কাজে লাগিয়ে তোমারাও আগামীতে এগিয়ে যাবে। নবীন হিসেবে তোমাদের প্রতি নির্দেশনা থাকবে বিশ্ববিদ্যালয় ও বিভাগের আইন-শৃঙ্খলা মেনে চলবে এবং শিক্ষকদের প্রতি সন্মান প্রদর্শন করবে।

    আরও খবর

    Sponsered content