• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    দোয়ারাবাজারে সালিশে চাচা-ভাতিজার মারামারি আহত ৬

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৩ , ১২:০১:১৮ প্রিন্ট সংস্করণ

    দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে গ্রাম্য সালিশে চাচা ও ভাতিজার পরিবারের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। শনিবার (২সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার নরসিপুর বাজারে এঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংপুর গ্রামের নজব আলী ও তার ভাতিজা,মর্তুজ আলী,আকবর আলী ও মাষ্টার ইয়াকুব আলী মধ্যে জায়গা নিয়ে বেশকিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিরোধ সমাধানে শনিবার সকালে নরসিংপুর বাজারে ধারাবাহিক গ্রাম্য সালিশের নির্ধারিত দিন ছিলো। সালিশ নিষ্পত্তি না হওয়ায় পুনরায় ১৫ দিন পর সালিশ বসবে বলে দিন ঠিক করে দু-পক্ষকে বিদায় দেয় উপস্থিত মুরুব্বিগণ। কিছুক্ষন পরে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের ৬ জন আহত হয়।

    এঘটনায় ভাতিজাদের হাতে গুরুতর আহত (চাচা)নজব আলী ও তার পুত্র মোঃ বাবলু ও রকিব’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    অন্যদিকে,প্রতিপক্ষ (ভাতিজা)মাষ্টার ইয়াকুব আলী,মর্তুজ আলী ও আকবর হোসেনকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

    দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)বদরুল হাসান জানান,সংঘর্ষের খবর শুনে মুহুর্তেই পুলিশ সেখানে যায়। স্থানীয় লোকজন ও প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

    আরও খবর

    Sponsered content