• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    বগুড়া সান্তাহারে আরসিসি রাস্তা নিমার্নের ভিত্তি প্রস্তর স্থাপন

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ১০:১৭:৪৮ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর সভার পাঁচ নম্বর ওয়ার্ডে বিশ্ব ব্যাংকের অথার্য়নে কোভিট—১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রজেক্ট এর আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড় থেকে কলসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারো ঘটিকার সময় সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ফলক  উম্মোচনের মধ্য দিয়ে এই কাজের শুভ উদ্বোধন করেন। উল্লেখিত প্রকল্পের আওতায় ২৭৫ মিটার ড্রেন ও রাস্তা নিমার্ণের মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ লক্ষ ৯১ হাজার টাকা। এ সময় সান্তাহার পৌরসভার নিবার্হী প্রকৌশলী রেজাউর করিম, প্যানেল মেয়র জার্জিস আরম রতন, কাউন্সিলর আলাউদ্দিন আলী, হুমায়ুন কবির বাদশা, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, হাবিবুল আলম, ওয়াহেদুল ইসলাম, আ’লীগ নেতা নিসরুল হামিদ ফুতু, জিআরএম শাহজাহান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, কার্য সহকারী রফিকুল ইসলাম, মতিউর রহমান ও নিমার্ণ ঠিকাদার জাহিরুল ইসলামসহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাস্তা নির্মাণের উদ্বোধনী বক্তব্যে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, করোনাকালীন সময়ে বিশ্ব ব্যাংক বিভিন্ন পৌরসভায় অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসাবে সান্তাহারে অর্থ সহায়তা দিয়েছে। সান্তাহার পৌরসভা প্রাপ্ত অর্থে দুটি রাস্তা ও ড্রেন নির্মাণ করার কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

    আরও খবর

    Sponsered content