• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আন্তর্জাতিক

    দুরগোনন্দ ও আবর্জনায় বুজে যেতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঐতিহাসিক বুড়ির খাল, প্রশাসন নির্বিকার

      প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ২:২৮:২৮ প্রিন্ট সংস্করণ

    কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

    দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উস্হি হতে কলকাতা পযন্ত যাতায়াতের একসময়ের ঐতিহাসিক বুড়ির খাল বুজতে চলেছে। এই খাল দিয়ে একসময় নৌকা ও বোর্ড করে বহু দূরদূরান্ত থেকে সাধারণ মানুষ ব্রিটিশ আমালের উস্হি র হাটে বাজারে ক্রয়বিক্রয় করতে আসতেন। এই খাল ছিল গ্রামবাসীদের একমাত্র পথ। ডায়মন্ডহারবার মহাকুমার অন্তর্ভুক্ত শিঙ বেড়ে লক্ষীপুর এবং লক্ষীকান্তপুর এবং মগরাহাট পূর্বে র মানুষের ব্যাবসার রাস্তা ছিল এই খালপথ। এমনকি মগরাহাট পশ্চিমের রাজারহাট ও বিষ্ণুপুর থেকে চাল ও ডাল এবং ধান শাক সবজি এই খাল পথে আসত। কিন্তু কালের বিবর্তনে আজ ভাগীরথীর সাথে যুক্ত এই ঐতিহাসিক খাল আজ বুজতে চলেছে চোখের সামনে। নির্বিকার স্হানীয় প্রশাসন। কারণ হিসেবে দেখা যাচ্ছে যে উস্তির হাটে র আবর্জনা ও খাল পাড়ে অবস্থিত কিছু মুরগির মাংস দোকানের মলমূত্র এবং আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে খাল পাড়ে। সেই সঙ্গে চা ও সবজির আবর্জনা পরিষ্কার না করে ফেলতে থাকছে এই বুড়িগঙ্গার খালে। এর ফলে পরিবেশ নস্ট হয়ে যাচ্ছে এবং জল দুষিত হয়ে যাচ্ছে। এই খালের উপর নির্ভর করে বহু মানুষের জীবিকা নির্বাহ। এবং এই খালের জলে চলে সেচ। কৃষি নির্ভর স্হানীয় মানুষের অভিযোগ এই ভাবে যদি ঐতিহাসিক বুড়ির খাল বুজতে থাকে তাহলে কৃষি র সাথে যুক্ত মগরাহাট পশ্চিমের কয়েক লক্ষ কৃষিজীবী মানুষের পেঠে মারা পড়বে। এবং পরিবেশ দুষনের প্রভাব ফেলবে কয়েক লক্ষ মানুষের উপর। সেই সঙ্গে সপ্তাহে দুই বার উস্তির হাটে বাজারে আসা মানুষের জন্য ঝুঁকি হয়ে পড়বে। শুধু তাই নয় এই খালের কাছে অবস্থিত ঐতিহাসিক উস্তির কে সি পি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও উস্তির ব্লক উন্নত বোর্ড, এবং কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ এবং উস্তি থানা এবং পশ্চিম বাংলা সরকারের বিভিন্ন দফতর অবস্থিত এই খালের পাশে। এই খালের সাথে যুক্ত করা হয়েছে ভাগীরথী নদীর । তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান শ্রী সব্যসাচী গায়েন বিষয়টি নিশ্চিত হয়ে ব্যাবস্থা নেবার জন্য প্রাশাসনিক মহলে হস্তক্ষেপ করবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা বলেন যে যারা উস্তির হাটে বুড়ির খাল বুজতে চাইছেন এবং পরিবেশ নস্ট করতে চাইছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। সেই সাথে এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে উস্তি গ্রাম পঞ্চায়েতের পক্ষ হতে এমন কথা বলেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সড়ক পরিবহন ও পি ডব্ল ডি বিভাগের প্রধান ও তৃনমূল দলের মাইনরিটি র চেয়ারম্যান তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু মোল্লা। এই ঘটনার খোঁজ নেবেন বলে জানিয়েছেন উস্তি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আইনজীবী ও তৃনমূল দলের নেতা মিকাইল মোল্লা।

    আরও খবর

    Sponsered content

    আরও খবর: আন্তর্জাতিক

    কচি কাঁচাদের সাথে হোলির উৎসবে একাকার জননেতা শওকত মোল্লা

    কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী ১০ই, মার্চ ব্রিগেড ভরাট করার ডাক দিলেন তৃনমূল নেতৃত্ব

    পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজের খতিয়ান দিতে দুয়ারে উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা

    যৌন কর্মীরা পাচারের শিকার নয, তারা চায় ন্যায় অধিকার, আজ দাবি তুললেন আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষে

    ভারতের যৌন কর্মীরা চোরাবালি র শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটি র সেক্রেটারি বিশাখা

    প্রকৃতিক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করা হয় মগরাহাট পশ্চিমে