• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    তামাবিল সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর: নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

      প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ৮:৪২:২৬ প্রিন্ট সংস্করণ

    নোমান আহমদ গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ-

    অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের পর মৃত্যুর প্রায় তিনদিন পর বাংলাদেশি যুবক জালাল উদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে মরদেহটি ইমিগ্রেশনের মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। নিহত জালাল সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং মোহাম্মদপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। লাশের শরীরে জখমের চিহ্ন থাকায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। তবে বিএসএফ-এর দাবি আটকাবস্থায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের সময় বিজিবি, ইমিগ্রেশন ও থানা পুলিশ এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

    বিজিবি’র তামাবিল ক্যাম্প কমান্ডার আরিফ হোসেন জানান, দুই দেশের প্রশাসন ও হাইকমিশনের হস্তক্ষেপে মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। মরদেহটি বিজিবি’র মাধ্যমে থানা পুলিশ গ্রহণ করেছে।

    আরও খবর

    Sponsered content