• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রামগড়ে ভারতীয় চিনি উদ্ধার গ্রেফতার-১

      প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৫:২১:১৬ প্রিন্ট সংস্করণ

    খাগড়াছড়ি প্রতিনিধিঃ

    খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধ পথে আসা ৫৪০কেজি ভারতীয় চিনিসহ চোরাকারবারি মোঃ বাবু(২১)কে আটক ক‌রেছে পুলিশ।বুধবার (৬ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) এর দিক-নির্দেশনায় রামগড় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    রামগড় থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মাদ ফকরুল ইসলাম এর নেতৃত্বে চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন রামগড় পৌরসভাস্থ ফেনীরকুল এলাকায় জনৈক কালা মিয়ার বসত ঘর থেকে তল্লাশী করে ১১(এগার) বস্তা ভারতীয় চিনিসহ মোঃ বাবু(২১)কে গ্রেফতার করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, ১১ বস্তা ভারতীয় চিনি যার ওজন সর্বমোট ৫৪০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ৭০হাজার ২শত টাকা উদ্ধার করা হয়।

    খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, একটি স্বার্থন্বেষী মহল দেশের নিত্য দ্রব্য মুল্যের বাজার অস্থীতিশীল করার জন্য এবং অসাধুভাবে অধিক লাভের আশায় এ গর্হিত অপরাধমুলক কার্যক্রম করে আসছে। এই চোরাচালান রোধসহ চোরাচালান চক্রের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিতে গোয়েন্দা নজরদারি ও সকল আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

    আরও খবর

    Sponsered content