• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    কক্সবাজারের খুরুশকুল কুলিয়াপাড়া  ০৭ জনকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৫

      প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৩ , ৫:২২:৩৮ প্রিন্ট সংস্করণ

    কক্সবাজার জেলা প্রতিনিধি মো : হোসেন সুমন

     

    র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সৃষ্টিলগ্ন থেকে বাংলাদেশে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। সম্প্রতি কক্সবাজারে চুরি-ডাকাতি ও ছিনতাই এর প্রবণতা বৃদ্ধির প্রেক্ষাপটে পর্যটক ও স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধান করতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারী বৃদ্ধি করে। র‍্যাব-১৫ দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধের সাথে জড়িত চক্রগুলোকে গ্রেফতারসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র‍্যাবের আভিযানিক দল সর্বদা অভিযান পরিচালনা করে আসছে।

    এবং এর ধারাবাহিকতায় কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় সংঘঠিত চুরি-ডাকাতি ও ছিনতাই এর সাথে জড়িত থাকার কারণে অপরাধীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১৫ অনুসন্ধানে নামে। একপর্যায়ে গত ০৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ র‍্যাবের আভিযানিক দল গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন ১০নং খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়া এলাকায় কক্সবাজার কমার্স কলেজ সংলগ্ন খুরুশকুল রাস্তার মাথা হইতে টাইম বাজারগামী পাকা রাস্তার পূর্ব পাশে জনৈক আলমগীরের বসত বাড়ির সামনে থাকা সাবেক সাংসদ খান বাহাদুর মোস্তাক আহমেদ চৌধুরীর নিজ মালিকানাধীন ভিটার উত্তর কোণে একটি ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত গোয়েন্দা তথ্যের প্রেক্ষিতে রাত অনুমান ০২.৫০ ঘটিকার সময় র‍্যাব-১৫, কক্সবাজারের সিপিএসসি কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল ঐ স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাত চক্রটি র‍্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ দিক-বিদিক দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে চক্রের ০৭ জনকে র‍্যাব গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ডাকাত চক্রের হেফাজত হতে সর্বমোট ০১টি রামদা, ০২টি কিরিচ, ০১টি সুইচ গিয়ার চাকু, ০১টি টর্চ লাইট, ০৪টি মোবাইল ফোন, ০৪টি সীম কার্ড এবং নগদ ১,০২৫ (এক হাজার পঁচিশ) টাকা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় ১। জসিম উদ্দিন (২৮), পিতা-মৃত আব্দুল খালেক, সাং-পিডি স্কুল, থানা-সদর, জেলা-কক্সবাজার, ২। নুরুল ইসলাম রাকিব (২২), পিতা-নুরুল কবির, সাং-বড়বাজার, পেশকারপাড়া, থানা-সদর, জেলা-কক্সবাজার, ৩। আব্দুল খালেক প্রঃ রুবেল (২৭), পিতা-মৃত ছাদেক প্রঃ আমির হামজা, সাং-চুনতি, মগপাড়া, থানা-লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম, এ/পি- সাং-টেকপাড়া (হোসাইব এর বাসার ভাড়াটিয়া), থানা-সদর, জেলা-কক্সবাজার, ৪। মোঃ আলম মিয়া (২০), পিতা-মৃত আইয়ুব আলী, সাং-ভাড়–য়াখালী, চরপাড়া, থানা-সদর, জেলা-কক্সবাজার, এ/পি-০৬নং ফিশারীঘাট, পশ্চিম বাহারছড়া, থানা-সদর, জেলা-কক্সবাজার, ৫। মোঃ আব্দুল্লা (২০), পিতা-মৃত মোঃ মনিউল্লা, সাং-বাদশা ঘোনা, মৌলভীপাড়া, থানা-সদর, জেলা-কক্সবাজার, ৬। সাইফুল ইসলাম (২৩), পিতা-শামসুল আলম, সাং-পাহাড়তলী, থানা-সদর, জেলা-কক্সবাজার এবং ৭। রবিউল হাসান (১৯), পিতা-কবির হোসেন, সাং-বাদশা ঘোনা, থানা-সদর, জেলা-কক্সবাজার বলে জানা যায়।

    জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি একত্রে সমবেত হয়ে পরস্পর জ্ঞাতসারে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ উক্ত স্থানে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছিল। এছাড়াও ইতিপূর্বে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়-প্রীতি প্রদর্শন করে ডাকাতি ও ছিনতাই এর মত নানাবিধ অপরাধ সংঘঠিত করে আসছিল বলে জানা যায়। আটককৃত চক্রটির বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন থানায় অস্ত্র আইন, ডাকাতি প্রস্তুতি, মাদক, চুরিসহ কমপক্ষে এক ডজন মামলা রয়েছে। এসব মামলায় তারা একাধিকবার করে গ্রেফতারও হয়েছিল।

    উদ্ধারকৃত আলামতসহ ধৃত ডাকাত চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content