• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রামগড়ে গলায় কিরিচ ধরে স্কুল শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

      প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ৩:২৮:১৩ প্রিন্ট সংস্করণ

    খাগড়াছড়ি প্রতিনিধিঃ

    খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে স্কুল শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার(৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে রামগড় থানার সন্নিকটে আবাসিক এলাকায় প্রাইমারি স্কুল শিক্ষিকা শিলু বড়ুয়ার বাসায় এ ডাকাতির ঘটনা সংঘটিত হয়।

    ধারালো অস্ত্রধারি ডাকাতরা শিলু বড়ুয়া ও তার স্বামী উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী রুবেল কান্তি বড়ুয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ইত্যাদি লুন্ঠন করে নিয়ে যায়।

    রুবেল বড়ুয়া জানান, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে ডাকাতরা রামগড় জাবালে নুর মহিলা মাদ্রাসার পাশে তার নিজস্ব বাসভবনের পিছনের লোহার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় বাসার সবাই গভীর ঘুমে ছিল। ডাকাতরা প্রথমে ঘরে ঢুকে তার বেড রুমের দরজা লক করে পাশের বেড রুমে যায়। ওই বেড রুমে তার স্ত্রী ও ৮ বছরের শিশুপুত্র ঘুমাচ্ছিল। ডাকাতরা ঘরের লাইট অন করলে শিলু বড়ুয়ার ঘুম ভেঙ্গে যায়। হঠাৎ জেগে ডাকাতদের দেখামাত্রই তিনি চিৎকার দেন। এসময় ডাকাতদের একজন ধারালো কিরিচ গলায় ধরে গৃহকর্তীকে জিম্মি করে। জোরপূর্বক চাবি নিয়ে আলমিরা, ওয়ারড্রোব খুলে স্বর্ণালংকার, টাকা পয়সা খুজতে থাকে। পরে তারা অস্ত্রের মুখে স্ত্রী ও শিশু সন্তানকে সাথে নিয়ে গৃহর্কতার বেড রুমে হানা দেয়। তাদেরকে ধারালো অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে রুমের আলমিরা, ওয়ারড্রোব খুলে স্বর্ণালংকার, নগদ টাকা ইত্যাদি লুন্ঠন করে নেয়। রুবেল বড়ুয়া বলেন, ডাকাতরা মুখোশপড়া ছিল। শনিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা যাবৎ তান্ডব চালায়। তিনি আরও বলেন, ডাকাতদের কাছে তার মৃত মায়ের স্মৃতি চিহ্ন সোনার কানের পাশা ফেরৎ দেয়ার আকুতি-মিনতি জানালে ডাকাতদলের সর্দার দুই টাকার একটি কাগজের নোট তার মুখে ছুঁড়ে মারে। তিনি আরও বলেন, ডাকাতরা তাদের সবাইকে একটি রুমে আটকিয়ে রেখে পিছনের দরজা দিয়েই চলে যায়। চলে যাওয়ার আগে ডাকাতির কথা পুলিশ বা অন্য কাউকে জানালে দিনে-দুপুরে এসে সবাইকে জবাই করে হত্যার হুমকী দিয়ে যায়।

    নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাড়ির মালিক বলেন, থানা থেকে মাত্র ৩-৪’শ গজের মধ্যে এই ডাকাতির ঘটনায় তারা সকলেই ভীতসন্ত্রস্ত। নিরাপত্তা নিয়ে তারা সন্ধিহান।

    এ ব্যাপারে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি বলেন, বাড়ির মালিক এখনও থানায় লিখিত অভিযোগ বা মামলা করেননি। তথাপিও পুলিশ দুর্বৃত্তদের ধরতে তৎপরতা শুরু করেছে।

    আরও খবর

    Sponsered content