• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রামগড় তথ্য অফিসের উদ্যোগে মাটিরাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ৩:০৬:০৭ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নিমিত্তে সরকারের কর্তৃক গৃহীত উন্নয়ন কর্মকান্ড সমূহের অগ্রগতি, সাফল্য ও অর্জন বিষয়ে জনসম্পৃক্ততার লক্ষ্যে রামগড় তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শীর্ষক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

    ১০ সেপ্টেম্বর-২০২৩ রবিবার বেলা ১২ টায় মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও অত্র বিদ্যালয়র সহকারী শিক্ষকবৃন্দ।

    উক্ত অনুষ্ঠানে সরকারের সাফল্য, উন্নয়ন কর্মকান্ড বিষয়ে এবং সাম্প্রদায়িকতা, গুজব, বাল্য বিবাহ রোধে সচেতনতামূলক আলোচনা করা হয়। এ ছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের গৃহীত কর্মসূচির সাথে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। উক্ত অনুষ্ঠানে তৃণমূলের জনসাধারণ উপস্থিত ছিলেন এবং সকলের মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content