• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক গুইমারায় মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা বিতরণ

      প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৩ , ৭:০২:১১ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে গুইমারা উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে গুইমারা উপজেলাধীন বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ও প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে
    মাছের পোনা অবমুক্তকরণ ও বিনামূল্যে বিতরণ করা হয়।

    ১১ সেপ্টেম্বর-২০২৩ সোমবার সকাল ১০ টায় গুইমারা উপজেলা পরিষদ চত্বরে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে গুইমারা উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৩-২০২৪ অর্থ বছরে গুইমারা উপজেলাধীন বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ও প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করা হয়।

    মৎস্য পোনা অবমুক্তকরণ ও মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মো. আফজাল হোসেন টিপু, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা প্রমুখ।

    গুইমারা উপজেলা মৎস্য অফিসার, দীপন চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য কর্মকর্তা (তথ্য আপা) কীর্তি চাকমা, গুইমারা মৎস্য অফিসের অফিস সহায়ক, ম্রাসানাই মারমা, সাংবাদিক আবদুল আলীসহ মৎস্য উপকারভোগীগণ।

    পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি কর্তৃক ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রান্তিক ও প্রশিক্ষণ প্রাপ্ত মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয় তারা হলেন-নাইউক্রো চৌধুরী মৎস্য চাষ প্রকল্প, অনিক ত্রিপুরা মৎস্য চাষ প্রকল্প, গুইমারা আনসার সদর দপ্তর, মো. মোস্তার আলী মৎস্য চাষ প্রকল্প, পাইক্রা মারমা মৎস্য চাষ প্রকল্প, মো. আব্দুল আলী মৎস্য চাষ প্রকল্প, সোহেল ত্রিপুরা মৎস্য চাষ প্রকল্প, দীনেন্দ্র লাল ত্রিপুরা মৎস্য চাষ প্রকল্প, খনে মোহন ত্রিপুরা মৎস্য চাষ প্রকল্প ও ক্যচিং মারমা মৎস্য চাষ প্রকল্প, উপজেলার সর্বমোট ৮১০ শতাংশ আয়তনের জলাশয় সমূহে ১১০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content