• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    কলমাকান্দায় বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা

      প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ৯:১১:১১ প্রিন্ট সংস্করণ

    আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধিঃ

    “আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত” এ প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুটি গ্রামকে আনুষ্ঠানিক ভাবে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে । পাশাপাশি একই ইউনিয়নের আরো দুটি গ্রামকে পরিছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লেংগুড়া ইউনিয়নের কেবলপুর গ্রামে নাজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় আনুষ্ঠানিক ভাবে কেবলপুর ও বালুচড়া গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করা হয়।
    কেবলপুর হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ কবিরের
    সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার ও প্রধান আলোচক ছিলেন, নাজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার পরিতোষ রেমা।
    নাজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরু ও যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, প্রোগ্রাম অফিসার মৌরশ্মী লিমা ঘাগড়া, সুরেশ রায়, উজ্জল রেমা, বালুচড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ক্লেমেন্ট মাংসাং,লেংগুড়া ইউপির সহকারি স্বাস্থ্য পরিদর্শক মো. বজলুর রহমান, লেংগুরা শিশু ফোরামের সভাপতি নাজমুল হক ও নাজিরপুর শিশু ফোরামের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমূখ।
    অনুষ্ঠানে কেবলপুর ও বালুচড়া, তারানগর গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে সবাই সমস্বরে বাল্যবিবাহ “না’ জানিয়ে শপথ নেন এবং প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কেবলপুর ও বালুচড়া গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ও পাশাপাশি একই ইউনিয়নের তারানগর ও বালুচড়া গ্রামকে পরিছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষনা করেন।

    আরও খবর

    Sponsered content