• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    গোয়াইনঘাটে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন

      প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫৫:২৫ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ

    সিলেটের গোয়াইনঘাটে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রশাসনিক ভবনের তিনদিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।

    আলোচনা সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। পাশাপাশি তৃণমূলের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে এবং তা ধরে রেখে জনপ্রতিনিধিদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইউএনও তাহমিলুর রহমান বলেন, আপনারা তৃণমূলের মানুষ জনগণের ভোটে নির্বাচিত, জনগণের সেবক। জনগণের কল্যাণে কাজ করা আপনার আমার সকলেরই দায়িত্ব। আর এই দায়িত্ব যথাযথভাবে পালন করে মানুষের সেবা করে এবং মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে আপনারা এগিয়ে যাবেন।
    রবিবার (১৭ আগস্ট) গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগমের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সঞ্চালনায়
    গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবনে উপজেলা পরিষদ কতৃক আয়োজিত ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩’ অনুষ্ঠানে তাহমিলুর রহমান এসব কথা বলেন। ইউএনও আরো বলেন, বাংলাদেশের যে অগ্রযাত্রা, এটা যেন অব্যাহত থাকে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়ন করে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে আরও উচ্চ আসনে নিয়ে গিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে গোয়াইনঘাট প্রশাসনিক ভবনের তিনদিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। মেলায় সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্টান স্টল দিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত আদান প্রদান করে। এতে তথ্য আপা প্রকল্প, পল্লী সঞ্চয় ব্যাংক,
    উপজেলা কৃষি বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তর,
    পশ্চিম জাফলং ইউনিয়ন,উপজেলা পরিষদ,
    স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা প্রকৌশলী এলজিইডি,
    উপজেলা সমাজসেবা দপ্তর,উপজেলা মৎস্য বিভাগ,
    উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর স্টল দেন। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার ভুমি তানভীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইউনুছ আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি এম এ মতিন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,সরকারি/বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    আরও খবর

    Sponsered content