• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ায় পত্রিকার সম্পাদকসহ  তিনজনের বিরুদ্ধে  ৫ কোটি  টাকার মানহানী মামলা

      প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ২:৫৮:১৫ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

    সংবাদ প্রকাশের জের ধরে চট্টগ্রামের পটিয়া জুড়িশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার পত্রিকার সম্পাদক  প্রকাশক ও সাংবাদিকের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানী মামলা করা হয়েছে। পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন গতকাল মঙ্গলবার এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অভিযুক্ত আসামিরা হলেন,  চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা,  সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, ও প্রতিবেদনক রিমন সাখাওয়াত।

    মামলায় উল্লেখ করা হয়, বাদী ১৯৮৮ সাল থেকে ও একজন সুনামধন্য ব্যবসায়ী হন। মামলার আসামীগণ বাদীর মানহানি করার উদেদেশ্য বাদীর শত্রুপক্ষের সাথে সম্পৃক্ত হয়ে প্রকৃত সত্য না জেনে পরস্পর যোগসাজশে গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রতিদিনের অনলাইন নিউজ পোর্টালে “যুবলীগ নেতা বদির প্রশ্রয়ে পটিয়ায় আত্মহত্যা নাটক সন্ত্রাসী জমিরের” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। প্রকাশিত সংবাদে বাদীকে সন্ত্রাসী এবং তার একাধিক সন্ত্রাসী গ্রুপ আছে পাহাড় ও সমতলে।  বাদী ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং স¤প্রতি কিছু গ্যাং লিডার যুক্ত হয়েছে। বালু সাইফু ও অতুপ্রæ মারমা বাদীর সেকেন্ড ইন কমান্ড উল্লেখ করে মানহানিকর ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করেন। ওই সংবাদে বাদী হতাশ ও লজ্জিত হন এবং জনগণের সম্মুখে বাদীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়। ওই ঘটনায় বাদী ৫ কোটি টাকার মানহানী হয়েছে দাবি করা হয়। বাদী পক্ষে মামলাটি এডভোকেট জসীম উদ্দিন ও শাহীনা আবেদ পরিচালনা করেন। শুনানি শেষে  আদালতের বিচারক তররাহুম আহমেদ মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এডভোকেট জসীম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, আদালত পিবিআই এর পুলিশ সুপারকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

     

     

    আরও খবর

    Sponsered content