• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    পটিয়া আঞ্জুমান-এ-রহমানিয়া  ছৈয়দিয়া আমিরভাণ্ডারী শিশু কিশোর মেলা পূরস্কার বিতরণ সম্পন্ন 

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ১:০২:৫৫ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-

    চট্টগ্রামের পটিয়া আমির ভাণ্ডার দরবারের শাহসূফি হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু ছৈয়দ শাহ্ আমির ভান্ডারী বার্ষিক ওরশ শরীফ দরবার প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে (২০ সেপ্টেম্বর) বুধবার সকালে  আঞ্জুমান-এ-রহমানিয়া ছৈয়দিয়া আমির ভাণ্ডারীর ব‍্যবস্থাপনায় ১ম অধিবেশনে খতমে কুরআনুল করিম,চিত্রাংকন, কোরআন তেলওয়াত, নাতে মোস্তফা শিশু কিশোর মেলা প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে প্রতিয়োগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। উদ্বোধক ছিলেন  শাহাজাদা সৈয়দ আরিফুজ্জামান আমিরী । শাহসূফি হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু ছৈয়দ শাহ্(রাঃ) এর ছোট শাহাজাদা আনজুমান-এ-রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী চেয়ারম্যান শাহসূফি হযরত মাওলানা সৈয়দ শহীদ শাহ আমিরভাণ্ডারীর সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ ইদ্রীস কাদেরী পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব‍্যাংকার আমির হোসাইন, ড. অলি আহম্মদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়  প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, মাওলানা জিয়াউর রহমান আমিরী,  আনজুমান-এ-রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী সহ সভাপতি আহমেদ কোম্পানি, সহ সভাপতি এটি আবু তাহের, মহাসচিব  মুহাম্মদ মুহাম্মদ নেজাম উদ্দিন, সহ সম্পাদক  নাছির উদ্দীন,  মুহাম্মদ সাইফুদ্দীন মাষ্টার, মাওলানা সৈয়দ মুহাম্মদ আমির উদ্দীন শাহ্ আমিরভাণ্ডারী, পৌর আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন,   প্রমুখ। পরে অতিথিবৃন্দরা প্রতিয়োগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করেন। ২য় অধিবেশনে খতমে বোখারী শরীফে উপস্থিত ছিলেন হযরত আল্লামা মুহাম্মদ মহিউদ্দিন হাশেমী, কিয়াম পরিচালনা করেন আল্লামা মুহাম্মদ নিজাম উদ্দীন চিশতি, বোখারীর মুনাজাত পরিচালনা করেন  হযরত মাওলানা শামুনুর রশিদ শাহ আমিরভাণ্ডারী।  বাদে এশার পর ৩য় অধিবেশনে মিলাদ মাহফিলে ত্বকরির করেন  হযরত মাওলানা মঈনুদ্দিন নেছারী, আল্লামা মুফতি মঈনুদ্দিন খান মামুন আলকাদেরী, আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ছৈয়দুল বারী, আরিফুল ইসলাম চৌধুরী, আল্লামা মুফতি জুনায়েদ সিদ্দিক  তাহেরী প্রমুখ। আখেরি মোনাজাত শেষ তাবরুক বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content