• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    জীবন নগর হাসাদ বাজারে এক ঘন্টা বই পড়া উৎসব

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ১:৫৯:২৩ প্রিন্ট সংস্করণ

    তামজিদুর রহমান বিদ্যুৎ, জীবন নগর চুয়াডাঙ্গা

    জীবন নগর মাশরুম চাষি গ্রুপের আয়োজনে জীবন নগর উপজেলায় দ্বিতীয় দিনের মত উপজেলা হাসাদহ বাজারে এক ঘন্টা বই পড়া উৎসব অনুষ্ঠিত হয়।

    রবি বার বিকালে হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবির ব্যাক্তিগত অফিসের সামনে এক ব্যাতিক্রম ধর্মী অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বই পড়া উৎসব অনুষ্ঠানের উদ্যেক্তা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জীবন নগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসিমউদদীন জালাল, সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ সহকারী কৃষি কর্মকর্তা আতিকুল আলম, আজিজুল হক, আলমগীর হোসেন, শিমুল পারভেজ,ইয়াসিন আলী, শামীম কবির, কৃষি উদ্যেক্তা ফাতেমাতুজ্জোহরা, হাসাদহ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান,কবি লেখক, সাংবাদিক তামজিদুর রহমান বিদ্যুৎ, সাংবাদিক আতিয়ার রহমান, হাসাদহ ইউপি সদস্য হাবিবুর রহমান, সুজন হোসেন ও কবি সাহিত্যেক শ্যাম সু্ন্দর কুন্ডু।
    অনুষ্ঠানে বিপুল সংখ্যক উৎসুক বই পড়ায় অংশ গ্রহন করেন।
    প্রধান অতিথি কৃষি অফিসার মনিরুজ্জামান বলেন, ডিজিটাল যুগে আমরা সকলেই মোবাইল ফোনের প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়েছি। ফলে বই পড়া থেকে আমরা দিনে দিনে হারিয়ে যাচ্ছি। আমাদের প্রজন্ম এখন বই পড়তেই চাইনা। কিন্তু আলোকিত মানুষ গঠনে ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের কে বেশি বেশি বই পড়তে হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে ধারনা ও জ্ঞান অর্জন করতে হবে। বই পড়া থেকে হারিয়ে গেলে দেশ জাতি গঠনে অন্তরায় হয়ে দেখা দেবে ।

    আরও খবর

    Sponsered content