• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবানে সাবেক সেনা সদস্য ও বীর মুক্তি মুক্তিযোদ্ধার উপর পরিকল্পিত হামলা করে জায়গা দখলের পায়তারা

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৫৪:৩৭ প্রিন্ট সংস্করণ

    ক্রাইম বিশেষ প্রতিনিধি:

    বান্দরবানে সাবেক সেনা সদস্য ও বীর মুক্তি মুক্তিযোদ্ধার উপর পরিকল্পিত ভাবে হামলা ও জখম করে সন্ত্রাসী কায়দায় জায়গা দখলের পায়তারার অভিযোগ পাওয়া গিয়েছে।

    ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধ মোঃ খলিলুররহমান(৭৬) (অবসরপ্রাপ্ত সেনা সদস্য), পিতা-মৃত ফজল কারিম চৌধুরী, সাং-যতেরকুল, ০৪নং ওয়ার্ড,সাতবাড়িয়া ইউপি, থানা-চন্দনাইশ,জেলা-চট্টগ্রাম।

    তিনি প্রতিবেদককে জানান,আমার নামায় বান্দরবান সদর থানাধীন ০২নং কুহালং ইউপির ০৭নং ওয়ার্ডের চেমীরমুখ পাড়া এলাকাস্থ ৩১৮নং কুহাল মৌজার হোল্ডিং নং-১৫২ এর আন্দরে ০৫.০০ একর জায়গা আছে। ডিমারগেশন মামলা নং-৫৭/৮৩-৮৪ মূলে সরকারি সার্ভেয়ার আমার উল্লেখিত স্থানের ০৫.০০ একর জায়গার সীমানা নির্ধারণ করতঃ সীমানার চার পাশে সীমানা পিলার স্থাপন করে দেয়। আমার জায়গার চৌহদি উত্তরে পাহাড়ের শিরাবাগ,দক্ষিণে-পাহাড়ের শিরাবাগ, পূর্বে পাহাড় শিরাবাগ, পশ্চিমে-ঝিরি। উক্ত জায়গায় আমি বিভিন্ন ধরনের সেগুন গাছের
    বাগান করতঃ বিগত ২০০৭ জনৈক আব্দুল মোতালেব ভূঁইয়াকে ১৫ বছরের জন্য আমার জায়গার কেয়ারটেকার হিসেবে নিয়োগ করি। ২০২১ সালে কেয়ারটেকার এর মেয়াদ শেষ হওয়ার পর আমি তার ছেলে আক্তার হোসেন এবং আকবর হোসেনদের নিয়ে আমার জায়গার সম্পূর্ণগাছ জনৈক আব্দুল আলম এর নিকট বিক্রয় করি। বিগত যাবৎ জনৈক আব্দুল আলম আমার জায়গা থেকে গাছ কর্তন করা শুরু করে।
    ২৬সেপ্টেম্বর-২৩ মঙ্গলবার সকাল অনুমান ১১টায় সময় আমি আমার জায়গা দেখতে গেলে দেখতে পাই অভিযুক্ত ১নংবিবাদী শামসুল আলম (৩৫), পিতা-অজ্ঞাত,২নংবিবাদী দিদারুল আলম (২৬), পিতা-নুরুল আলম, ও ৩নং বিবাদী অভিযুক্ত নুর আলম (৫৫), পিতা-মনির আহাম্মদ, সর্ব সাং-চেমীরমুখ পাড়া ০৭নং ওয়ার্ড, ০২নং কুহালং ইউপি, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবানসহ অজ্ঞাতনামা ১০/১২ বিবাদীরা আমার জায়গায় বেআইনী জনতাবন্ধে অবস্থান করছে। তখন আমি বিবাদীদেরকে আমার জায়গায় অবস্থান করার কারণ জিজ্ঞাসাবাদ করলে বিবাদীগণ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে ১নং বিবাদী তার হাতে থাকা ছুরি দেয় আমার মাথা লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা করলে উক্ত আঘাত আমি হাত দিয়ে প্রতিহত করলে আমার ডান হাতে রক্তাক্ত জখম হয়। এরপর বিবাদীগণ আমাকে কিল, ঘুষি ও লাথি মেরে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। উক্ত সময় আমি বিবাদীদের কবল হতে রক্ষা পাওয়ার জন্য চিৎকার করতে থাকলে চিৎকার শুনে আমার বাগানে গাছ ক্রেতা আব্দুল আলম, ঘটনাস্থলে আসলে বিবাদীগণ তার সাথেও খারাপ আচরণ করে এবং আব্দুল আলমকে আমার জায়গা থেকে গাছ কর্তন করতে দিবে না। এরপর বিবাদীগণ আব্দুল আলমকেও মারধর করতঃ জখম করে।

    পরবর্তীতে বিবাদীগণ আমার পকেটে থাকা নগদ ১০,০০০/- টাকা ও স্যামসং মডেলের বাটন মোবাইল ফোন নিয়ে যায়। বিবাদীদের মারধর ফলে আমার নিচের মাড়ির নকল দাঁত পড়ে যায়। এরপর বিবাদীগণ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। আমার বাগান থেকে বি-১৭ মডেলের ট্রাকে করে ৪ট্রাক বিভিন্ন প্রজাতির গাছ লুট করে নিয়ে যায়। যার মূল্য অনুমান ২,০০,০০০/- টাকা।ঘটনার বিষয়টি আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবহিত করে থানায় বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম ।

    বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হামলার ঘটনায় সাবেক সেনা সদস্য ও বীর মুক্তি যোদ্ধা মো: খলিলুর রহমান ও জৈনক আব্দুল আলম আহত হয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content