• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রামগড়ে মাসিক আইন-শৃখলা কমিটি সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৪৩:২৪ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

    ২৬ সেপ্টেম্বর-২০২৩ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলার রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন’র সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

    সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তাগণ বলেন জাতি, ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলের প্রতি শান্তি-শৃংখলা বজায় রাখার সকলের দায়িত্ব কর্তব্য রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। বাজার মনিটরিং বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। তবে অত্র উপজেলায় বিভিন্ন এলাকায় মাদক, সিলং জুয়া খেলা, ইভটিজিং বেড়ে গেছে। বিষয়টি বন্ধ না করলে সামনে আইন-শৃংখলা অবনতিসহ পরিবেশের উপর প্রভাব পড়বে বলে বক্তাগণ বলেন। সভায় অত্র উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়।

    অপর দিকে রামগড় উপজেলা পরিষদ উন্নয়ন সমন্বয় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) ফখরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্যালেল মেয়র কণিকা বড়ুয়া, বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিজিবি ও আনসার ভিডিপি প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকগণ প্রমূখ।

    আরও খবর

    Sponsered content