• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    ঈশ্বরদীতে বসুন্ধরা শুভসংঘের ‘শুভসংঘ পাঠাগার’ উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ১:৫৮:৫৮ প্রিন্ট সংস্করণ

    ঈশ্বরদী পাবনা প্রতিনিধিঃ মোঃ মেহেদী হাসান

    ঈশ্বরদী তথা দেশের ঐতিহ্যবাহী বেসরকারিভাবে সেরা বিনোদন ও পর্যটন কেন্দ্র স্বপ্নদ্বীপ রিসোর্ট এ অনুষ্ঠিত বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান,শুভ সংঘ স্বপ্নদ্বীপ লাইব্রেরী উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
    ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার প্রধান অতিথি পাবনা -4 আসনের মাননীয় সংসদ সদস্য-৭১,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস,খাইরুল গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান ও স্বপ্নদ্বীপ রিসোর্ট এর স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব খায়রুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রখ্যাত গল্পকার,,কবি, ছড়াকার,কথাসাহিত্যিক,নাট্যকার এবং সাংবাদিক ইমদাদুল হক মিলন মহোদয়কে স্বপ্নদ্বীপ রিসোর্ট এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
    ইমদাদুল হক মিলন বলেন, বই পড়ে সবাই লেখক হবে, তেমন কোনো কথা নেই। কিন্তু বই পড়লে যেটা হবে, মানুষের মনের ভেতরটা বদলে যাবে।আলোকিত মানুষ তৈরি করার প্রথম জায়গাটি হচ্ছে বই। বই পড়া থেকে আমাদের এই প্রজন্ম অনেকখানি বিমুখ হয়ে গেছে। সেই বিমুখতা থেকে ফিরিয়ে আনার জন্য বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের উদ্যোগটি নিয়েছে।
    এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে (বাম থেকে) ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, ১নং সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এছাড়া মঞ্চের সামনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,অভিভাবক বৃন্দসহ প্রায় ৮ শতাধিক কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠান শেষে পূর্ব ঘোষণা অনুযায়ী স্বপ্নদ্বীপ রিসোর্ট এর পক্ষ থেকে ঈশ্বরদী এলাকার দরিদ্র পরিবারের একজন শিক্ষার্থীকে তার লেখাপড়া জীবনের সমস্ত খরচ বহনের দায়িত্ব নেওয়া হয় ও নগত পাঁচ হাজার টাকা তুলে দেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব খাইরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আখতার পান্না ,ডা: মাসুম হাসান।

    আরও খবর

    Sponsered content