• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবান টংকাবতী ইউনিয়নে উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ৪:২২:২৪ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    দেশের উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। জনবান্ধব এই আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আর দেশের উন্নয়নের কাজ অব্যাহত রেখেছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

    ২৭সেপ্টেম্বর বুধবার সকালে বান্দরবানের সদর উপজেলার দুর্গম এলাকার টংকাবতী ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।

    এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানকার রাস্তা-ঘাটসহ প্রতিটি দুর্গম উপজেলার প্রতিটি ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। পাহাড়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

    এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যালয় ভবন, ব্রিজ, কমিউনিটি সেন্টার, বৌদ্ধ বিহার ও গীর্জা উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো:শাহ আলম,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাং য়ং ম্রো প্রদীপ, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংপু মারমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব চৌধুরী, টংকাবতি ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক মেম্বারসহ অন্যান্য ইউপি সদস্যগণ।

    আরও খবর

    Sponsered content