• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    ময়মনসিংহে দুর্গাপূজা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে কোতোয়ালী প্রশাসন সবর্দা দৃঢ় সংকল্পবদ্ধ – ওসি শাহ্ কামাল আকন্দ

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ৫:২৩:৩৭ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক ছোটন, ময়মনসিংহ
    আসন্ন শারদীয় দুর্গাপূজা কে সামনে রেখে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের আয়োজনে ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে থানা কম্পাউন্ডে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা, মহানগর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা, মহানগর ও থানা এলাকার শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন পুজা মন্ডবের প্রতিনিধিবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ ধর্মীয় নেতৃবৃন্দ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

    ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির। সভাপতির বক্তব্যে ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, মহানগর ও কোতোয়ালি থানা এলাকায় ১২১টি পূজামন্ডপে দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা প্রতিবছরের ন্যায় ময়মনসিংহে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে কোতোয়ালী প্রশাসন সবর্দা আন্তরিক ও দৃঢ় সংকল্পবদ্ধ। মাঠপর্যায়ে সকলের সাথে সমন্বয় করে একটি শক্তিশালী সামাজিক সুরক্ষা বলয় তৈরির মধ্য দিয়ে উৎসবমুখরভাবে শারদীয় উৎসব উদযাপিত হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। এই বছর প্রতিটি মন্দিরে স্থায়ীভাবে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত থাকবে তারপরেও মন্দিরের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্ব-স্ব অবস্থান থেকে কোনরুপ প্রতিকূল পরিস্থিতি যেন তৈরি না হয় সে বিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন, কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. প্রশান্ত দাস চন্দন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শ্রী পবিত্র রঞ্জন রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. তপন দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. বিকাশ রায় ও সাধারন সম্পাদক সুজিত বর্মন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রাখাল সরকার ও সাধারণ সম্পাদক এড. পীযূস কান্তি সরকারসহ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content