• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    ইবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সভা, অতিথি রাখা হয়নি প্রো-ভিসি ও ট্রেজারারকে

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ৫:১২:৫৫ প্রিন্ট সংস্করণ

    ইবি প্রতিনিধি:

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশের অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ, ইবি এর আয়োজন করে।

    আলোচনা সভায় বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, প্রধান আলোচক হিসেবে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি কামরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক ট্রাজারার প্রফেসর ড. সেলিম তোহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার ও শাপলা ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান প্রমুখ।

    তবে এ সভায় দাওয়াত দিলেও অতিথি হিসেবে রাখা হয়নি প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়াকে। এমনকি তাদের নামও উল্লেখ করা হয়নি সংগঠনটির আয়োজিত প্রোগ্রামের ব্যানারে।

    এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয় বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটা আমাদের সংগঠনের প্রোগ্রাম। তাদেরকে দাওয়াত দিয়েছিলাম। শুনলাম প্রো-ভিসি স্যার অসুস্থ ছিলেন। প্রো-ভিসি ও ট্রেজারের ব্যানারে নাম নেই কেন জানতে চাইলে তিনি বলেন, তিনজনের নাম একসাথে থাকতেই হবে এটা কোথায় আছে? তাছাড়া এটা আমাদের স্পেশালাইজড প্রোগ্রাম।

    এ বিষয়ে জানতে চাইলে প্রগতিশীল সংগঠন শাপলা ফোরামের সাবেক সভাপতি ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, আমাকে কল বা দাওয়াতের কোন চিঠি দেয়া হয়নি। এটি একান্তই তাদের বিষয়।
    প্রো-ভিসি ও ট্রেজারার নাম উল্লেখ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমনটি দেখিনি যেখানে প্রো-ভিসি, ট্রেজারারকে দাওয়াত দেয়ার পরেও ব্যানারে তাদের নাম উল্লেখ করা হয়নি।

    এ বিষয়ে জানতে চাইলে ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, আমি গতকাল বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের একটি দাওয়াত পত্র পেয়েছি। তবে বিভিন্ন ব্যস্ততা থাকায় পত্রটি খুলে দেখা হয়নি। আয়োজনের ব্যানারে তাদের নাম উল্লেখ করা হয়নি কেন এ বিষয়ে জানতে চাইলে ট্রেজারার বলেন, কেন রাখা হয়নি এটি তাদেরই বিষয়।

    এ বিষয়ে জানতে চাইলে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, এটি তাদের বিষয়। এখানে অসুবিধার কিছু নেই।

    আরও খবর

    Sponsered content